ETV Bharat / sitara

"লোক দেখিয়ে সমাজসেবা করছেন ?", নেটিজেনের আক্রমণের মুখে ফারহান

চ্যারিটির কথা সোশাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের আক্রমণের মুখে ফারহান আখতার । তবে চুপ থাকলেন না ফারহান, জবাব দিলেন মোক্ষম ।

author img

By

Published : May 20, 2020, 4:39 PM IST

farhan akhtar charity
farhan akhtar charity

মুম্বই : কোরোনা মোকাবিলায় কমবেশি প্রত্য়েক বলিউড সেলেব্রিটি নিজেদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছেন । শুধু নিজেরাই নয়, প্রত্যেকে তাঁদের ফ্যানেদেরও উদ্বুদ্ধ করছেন অনুদান দেওয়ার ব্যাপারে । ফারহান আখতারের অনুরাগীদের একটি দল অনেকগুলো PPE কিট ডোনেট করেছেন । আর সেই ডোনেশনের ছবি অভিনেতা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ।

PPE কিটের প্রতিটা বক্সের উপর লেখা "'ফারহান আখতারের ফ্যানেদের জন্যই এতগুলো PPE কিট জোগাড় করা সম্ভব হয়েছে । কামা হাসপাতাল ।"

ছবিগুলো শেয়ার করে ফারহান লিখেছেন, "আমাদের PPE কিটের কনসাইনমেন্ট কামা হাসপাতালের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে । খবরটা জানাতে পেরে খুব ভালো লাগছে । যাঁরা অনুদান দিয়েছেন, প্রত্যেককে অনেক ধন্যবাদ ।"

ফারহানের এই পোস্টের পরই একজন প্রশ্ন তুলেছেন, "নিজের নামটা বোল্ড লেটারে লেখার কী দরকার ছিল ? সাহায্যটা কি নীরবে করা যেত না ?"

এর উত্তরও দিয়েছেন ফারহান । তিনি লিখেছেন, "আমি নামটা ওইভাবে লিখেছি, যাতে ম্যানুফ্যাকচারার বুঝতে পারেন যে, এটা কার অর্ডার আর কোথায় পাঠাতে হবে । আর কিছুই নয় । আপনিও সাহায্য করুন । ভালোবাসা রইল.."

  • Happy to share that our consignment of PPE kits leaves for the Cama Hospital, Mumbai. Lots of love & gratitude to all who contributed.
    This will help keeping our medics at the frontline safe! Jai Hind.

    You too can support the effort by donating at https://t.co/Bpih93yMWi pic.twitter.com/LvOQxNCGcH

    — Farhan Akhtar (@FarOutAkhtar) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ফারাহানের এই জবাব ঠিক পছন্দ হয়নি নেটিজেনদের । এরপরও অনেকেই বিরূপ মন্তব্য করেছেন । তবে বলিউডে সেলেব্রিটিদের এক বড় অংশই নিজেদের অনুদানপর্ব তুলে দিচ্ছেন সোশাল মিডিয়ায় । কতজনকে আর থামানো যাবে ?

মুম্বই : কোরোনা মোকাবিলায় কমবেশি প্রত্য়েক বলিউড সেলেব্রিটি নিজেদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছেন । শুধু নিজেরাই নয়, প্রত্যেকে তাঁদের ফ্যানেদেরও উদ্বুদ্ধ করছেন অনুদান দেওয়ার ব্যাপারে । ফারহান আখতারের অনুরাগীদের একটি দল অনেকগুলো PPE কিট ডোনেট করেছেন । আর সেই ডোনেশনের ছবি অভিনেতা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ।

PPE কিটের প্রতিটা বক্সের উপর লেখা "'ফারহান আখতারের ফ্যানেদের জন্যই এতগুলো PPE কিট জোগাড় করা সম্ভব হয়েছে । কামা হাসপাতাল ।"

ছবিগুলো শেয়ার করে ফারহান লিখেছেন, "আমাদের PPE কিটের কনসাইনমেন্ট কামা হাসপাতালের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে । খবরটা জানাতে পেরে খুব ভালো লাগছে । যাঁরা অনুদান দিয়েছেন, প্রত্যেককে অনেক ধন্যবাদ ।"

ফারহানের এই পোস্টের পরই একজন প্রশ্ন তুলেছেন, "নিজের নামটা বোল্ড লেটারে লেখার কী দরকার ছিল ? সাহায্যটা কি নীরবে করা যেত না ?"

এর উত্তরও দিয়েছেন ফারহান । তিনি লিখেছেন, "আমি নামটা ওইভাবে লিখেছি, যাতে ম্যানুফ্যাকচারার বুঝতে পারেন যে, এটা কার অর্ডার আর কোথায় পাঠাতে হবে । আর কিছুই নয় । আপনিও সাহায্য করুন । ভালোবাসা রইল.."

  • Happy to share that our consignment of PPE kits leaves for the Cama Hospital, Mumbai. Lots of love & gratitude to all who contributed.
    This will help keeping our medics at the frontline safe! Jai Hind.

    You too can support the effort by donating at https://t.co/Bpih93yMWi pic.twitter.com/LvOQxNCGcH

    — Farhan Akhtar (@FarOutAkhtar) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ফারাহানের এই জবাব ঠিক পছন্দ হয়নি নেটিজেনদের । এরপরও অনেকেই বিরূপ মন্তব্য করেছেন । তবে বলিউডে সেলেব্রিটিদের এক বড় অংশই নিজেদের অনুদানপর্ব তুলে দিচ্ছেন সোশাল মিডিয়ায় । কতজনকে আর থামানো যাবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.