নেহা জানিয়েছিলেন হতাশায় ভুগছেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় লাগবে। তবে সব খারাপ লাগাকে সরিয়ে আবার পুরানো ট্র্য়াকে ফিরেছেন তিনি। এক সাক্ষাৎকারে নেহা বলেন, "আমি যখন সম্পর্কে ছিলাম, আমার পরিবারকে ও বন্ধু-বান্ধবদের সময় দিতে পারতাম না। আমার সব সময়, এনার্জি আমি সেই মানুষটাকে দিয়েছি যে এইগুলোর প্রতিদান দিতে পারিনি। কিন্তু, তারপরেও সেই মানুষটাই অভিযোগ করত যে আমি তাঁকে সময় দিই না।"
তিনি আরও বলেন, "ভগবানকে ধন্য়বাদ আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি এখন ভালো আছি। আমি বুঝতে পেরেছি যে পরিবার আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার পরিবারের গুরুত্ব আমি বুঝতে পেরেছি এখন।"