ETV Bharat / sitara

এয়ারপোর্টে তিন বার চেক করা হল নীনার পরিচয়পত্র, তারপর ? - নীনা গুপ্তর খবর

এয়ারপোর্টে তিন বার চেক করা হল নীনা গুপ্তর পরিচয়পত্র । এমন পরিস্থিতিতে নীনার প্রতিক্রিয়া আপনাকে তাজ্জব করে দেবে ।

Neena Gupta's id
Neena Gupta's id
author img

By

Published : Feb 26, 2020, 12:27 PM IST

মুম্বই : রসিক মানুষ হিসেবে পরিচিতি রয়েছে নীনা গুপ্তর । নিজেকে নিয়ে মজা করতেও পিছপা হন না অভিনেত্রী । তাঁর উপস্থিত বুদ্ধি ও রসবোধের প্রমাণ অনেকবার পাওয়া গেছে সোশাল মিডিয়ার মাধ্যমে । এবারও কোনও ব্যতিক্রম হল না । এয়ারপোর্টে তিনবার তাঁর পরিচয়পত্র যাচাই হওয়ার পরেও তা নিয়ে মস্করা করলেন তিনি ।

হাসিমুখে এয়ারপোর্টে দাঁড়ানো ছবি পোস্ট করে নীনা লিখেছেন, "যখন তিনবার তোমার পরিচয়পত্র যাচাই করা হয়, তখন বুঝবে এখনও তুমি জনপ্রিয় ও সফল হতে পারোনি ।" নীনার এই রসবোধে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা ।

মাঝেমধ্যেই নতুনত্ব ক্য়াপশনে সাধারণ পোস্টকেও চটকদার করে তোলেন নীনা । কয়েকদিন আগে একটি ফ্রক পরে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, "ফ্রকের শক" । সেই পোস্টও হাসিয়েছিল তাঁর অনুরাগীদের । বয়সকে যেন বলে বলে চ্যালেঞ্জ ছুঁড়ছেন নীনা ।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' । সমকামী প্রেমের উপর তৈরি এই রমকম মুক্তির 5 দিনের মধ্যে 36.53 কোটি টাকা উপার্জন করেছে । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীনা গুপ্ত ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.