ETV Bharat / sitara

"বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না, কষ্ট পেতে হবে" - নীনা গুপ্তের খবর

পরামর্শ দিলেন নীনা গুপ্ত । নিজের ভুগেছেন, তাই চান না আরও কেউ সেই অবস্থার মধ্যে দিয়ে যান ।

Neena Gupta suggests not to get involved with married man
Neena Gupta suggests not to get involved with married man
author img

By

Published : Mar 3, 2020, 3:19 PM IST

মুম্বই : বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে অনেক কষ্ট পেতে হবে, তাই সেই জটিলতার মধ্যে কোনও মহিলাকে যেতে বারণ করলেন নীনা গুপ্ত । তিনি নিজে এক সময়ে যে যন্ত্রণার মধ্য়ে দিয়ে গেছেন, সেই যন্ত্রণা যাতে আর কাউকে সহ্য করতে না হয়,পরামর্শ দিলেন অভিনেত্রী ।

Neena Gupta suggests not to get involved with married man
সর্বদা গ্রেসফুল

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন নীনা । সেখানে তিনি এক বাস্তব ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির কথা তুলে ধরেছেন । কোনও বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে, সাধারণত পরপর কী কী ঘটতে থাকে তার একটা পূর্বাভাস দিয়েছেন তিনি ।

নীনা নিজে কোনও এক কালে এরকমই এক বিবাহিত পুরুষ ও বিখ্যাত ক্রিকেটর ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন । তবে স্ত্রীকে ছেড়ে নীনাকে গ্রহণ করতে রাজি হননি ক্রিকেটর । তাঁদের সন্তান মাসাবার জন্মের পর মেয়েকে স্বীকৃতি দিলেও নীনা সারা জীবন অস্বীকৃতির অন্ধকারেই থেকে যান ।

Neena Gupta suggests not to get involved with married man
মেয়ে মাসাবার সঙ্গে...

এই পরিস্থিতিতে যাতে আর কাউকে পড়তে না হয়, তাই আগে থেকেই সাবধান করে দিলেন নীনা । ভিডিয়ো ভাইরাল হতেই অভিনেত্রীর প্রশংসায় নেটিজেনরা । তাঁর সৎ সাহসের তারিফ করেছেন অনেকেই ।

দেখে নিন ভিডিয়ো...

মুম্বই : বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে অনেক কষ্ট পেতে হবে, তাই সেই জটিলতার মধ্যে কোনও মহিলাকে যেতে বারণ করলেন নীনা গুপ্ত । তিনি নিজে এক সময়ে যে যন্ত্রণার মধ্য়ে দিয়ে গেছেন, সেই যন্ত্রণা যাতে আর কাউকে সহ্য করতে না হয়,পরামর্শ দিলেন অভিনেত্রী ।

Neena Gupta suggests not to get involved with married man
সর্বদা গ্রেসফুল

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন নীনা । সেখানে তিনি এক বাস্তব ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির কথা তুলে ধরেছেন । কোনও বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে, সাধারণত পরপর কী কী ঘটতে থাকে তার একটা পূর্বাভাস দিয়েছেন তিনি ।

নীনা নিজে কোনও এক কালে এরকমই এক বিবাহিত পুরুষ ও বিখ্যাত ক্রিকেটর ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন । তবে স্ত্রীকে ছেড়ে নীনাকে গ্রহণ করতে রাজি হননি ক্রিকেটর । তাঁদের সন্তান মাসাবার জন্মের পর মেয়েকে স্বীকৃতি দিলেও নীনা সারা জীবন অস্বীকৃতির অন্ধকারেই থেকে যান ।

Neena Gupta suggests not to get involved with married man
মেয়ে মাসাবার সঙ্গে...

এই পরিস্থিতিতে যাতে আর কাউকে পড়তে না হয়, তাই আগে থেকেই সাবধান করে দিলেন নীনা । ভিডিয়ো ভাইরাল হতেই অভিনেত্রীর প্রশংসায় নেটিজেনরা । তাঁর সৎ সাহসের তারিফ করেছেন অনেকেই ।

দেখে নিন ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.