মুম্বই : নীনা গুপ্ত ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিখ্যাত ক্রিকেটর ভিভিয়ান রিচার্ডের কন্যা মাসাবা গুপ্ত । তবে মেয়ে একা হাতেই মানুষ করেছেন নীনা, একজন সিঙ্গল মাদার হিসেবে । কেমন ছিল সময়টা ? সম্প্রতি এক টেলিভিশন শোয়ে এসে জানালেন অভিনেত্রী ।
নীনা বলেন, "মেয়েকে মানুষ করার ক্ষেত্রে আমার বাবার একটা অনেক বড় ভূমিকা রয়েছে । শুধুমাত্র আমায় সাহায্য করবেন বলে বাবা মুম্বইতে শিফ্ট করে যান । কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারব না আমি ।"
জীবনের সবথেকে কঠিন সময়ে বাবা R.N. গুপ্তই নীনার মেরুদণ্ড হয়ে উঠেছিলেন । সেই সময়টা মনে করলেন অভিনেত্রী ।
আটের দশকের শেষে ভিভিয়ান রিচার্ডের সঙ্গে আলাপ নীনার। তাঁদের প্রেম কখনই লুকিয়ে রাখেননি তিনি । নীনা বা ভিভিয়ান, দু’জনের কেউই বিয়ের বন্ধনে যেতে চাননি । তা সত্ত্বেও সন্তান মাসাবাকে জন্ম দিয়েছেন নীনা । নিজের শর্তে গ্রেসফুলি জীবন যাপন করেছেন তিনি ।
'বধাই হো' দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় পর্ব শুরু করেছেন নীনা । তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ।