মুম্বই : খাতায় কলমে 61 বছর বয়স নীনা গুপ্তার । তবে বয়সটা মোটে পছন্দ নয় অভিনেত্রীর । গুগলকে তাই বয়স কম করে লেখার অনুরোধ করে বসলেন নীনা ।
সম্প্রতি নতুন হেয়ারকাট করিয়েছেন নীনা । ছোটো চুলে তাঁকে সত্যিই অনেকটা কম বয়সী মনে হচ্ছে । কিন্তু, গুগল সেই কথা মানবে কেন ? তাই গুগলকে অনুরোধ করে নীনা লিখেছেন, "এবার তো আমার বয়স কম করে লেখ গুগল..."
- View this post on Instagram
Google walo ab toh meri umar kam karke likh do ! 😄 Thank you @kantamotwani for the haircut ♥️
">
যিনি হেয়ারকাট করেছেন তাকে ধন্যবাদও জানিয়েছেন নীনা ।
বড় পরদায় সেকেন্জ ইনিংস শুরু করেছেন নীনা । 'পাঙ্গা' বা 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-এর মতো কমার্শিয়াল ছবির সঙ্গে 'দ্য লাস্ট কালার'-এর মতো আর্ট ফিল্মেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে নীনাকে ।