ETV Bharat / sitara

ছবি আঁকার তুলি দিয়েই হেয়ার কালার নীনার - hair dye

স্বামীর সঙ্গে এখন উত্তরাখণ্ডে রয়েছেন নীনা । সেখানে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে গেলও হেয়ার কালার করার ব্রাশ নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন তিনি । তাই নিজের মতো করেই উপায়ে বাতলে ছবি আঁকার তুলি দিয়েই হেয়ার কালার করেন নীনা ।

sdf
d
author img

By

Published : May 21, 2020, 12:58 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে এখন উত্তরাখণ্ডে পাহাড়ের কোলে কাটছে নীনা গুপ্তর দিন । তাঁর প্রয়োজনীয় সব কিছুই রয়েছে সেখানে । এমনকী, হেয়ার কালারও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন । শুধুমাত্র হেয়ার কালার করার ব্রাশ ছিল না তাঁর কাছে । তার জন্য কিছুটা কষ্ট করতে হয় । তবে যাই হোক শেষে অবশ্য নিজের মতো করে উপায়ও বের করে নিয়েছিলেন তিনি ।

এখন স্বামীর সঙ্গে উত্তরাখণ্ডে রয়েছেন নীনা । লকডাউনের মধ্যে সেখান থেকে বাড়িও ফিরতে পারছেন না তিনি । এদিকে হেয়ার কালারও করতে হবে । কিন্তু, প্রয়োজনীয় সব জিনিস নিয়ে গেলেও কালার করার জন্য ব্রাশ নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন তিনি । প্রথমে স্বামীর কাছে ব্রাশ চান । তিনি দরজা-জানলায় রং করার বড় ব্রাশ তাঁকে দেন । কিন্তু, সেটা দিয়ে ছোটো চুলে কালার করা সম্ভব নয় তা ভালো মতোই জানতেন নীনা । এরপর রাস্তায় বেরিয়ে ব্রাশের খোঁজ করতে শুরু করেন । তখনই একটি স্থানীয় দোকানে বাচ্চাদের পড়াশোনার জিনিস বিক্রি হতে দেখেন । সেখান থেকে ছবি আঁকার তুলি কেনেন তিনি । এরপর বাড়ি এসে তা দিয়েই চুলে কালার করেন ।

সম্প্রতি এই গোটা ঘটনার উল্লেখ করে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন নীনা । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "জোগাড় । টুথব্রাশ দিয়েও কালার করার চেষ্টা করেছিলাম । কিন্তু, ছোটো ছোটো চুলে ঠিক করে কালার করা যাচ্ছিল না ।"

আসলে পাহাড়ের কোলে এই সময় পার্লার পাওয়া একেবারেই অসম্ভব । তাই নিজের মতো করেই উপায়ে বাতলে মুশকিল আসান করে নেন নীনা ।

মুম্বই : লকডাউনের মধ্যে এখন উত্তরাখণ্ডে পাহাড়ের কোলে কাটছে নীনা গুপ্তর দিন । তাঁর প্রয়োজনীয় সব কিছুই রয়েছে সেখানে । এমনকী, হেয়ার কালারও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন । শুধুমাত্র হেয়ার কালার করার ব্রাশ ছিল না তাঁর কাছে । তার জন্য কিছুটা কষ্ট করতে হয় । তবে যাই হোক শেষে অবশ্য নিজের মতো করে উপায়ও বের করে নিয়েছিলেন তিনি ।

এখন স্বামীর সঙ্গে উত্তরাখণ্ডে রয়েছেন নীনা । লকডাউনের মধ্যে সেখান থেকে বাড়িও ফিরতে পারছেন না তিনি । এদিকে হেয়ার কালারও করতে হবে । কিন্তু, প্রয়োজনীয় সব জিনিস নিয়ে গেলেও কালার করার জন্য ব্রাশ নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন তিনি । প্রথমে স্বামীর কাছে ব্রাশ চান । তিনি দরজা-জানলায় রং করার বড় ব্রাশ তাঁকে দেন । কিন্তু, সেটা দিয়ে ছোটো চুলে কালার করা সম্ভব নয় তা ভালো মতোই জানতেন নীনা । এরপর রাস্তায় বেরিয়ে ব্রাশের খোঁজ করতে শুরু করেন । তখনই একটি স্থানীয় দোকানে বাচ্চাদের পড়াশোনার জিনিস বিক্রি হতে দেখেন । সেখান থেকে ছবি আঁকার তুলি কেনেন তিনি । এরপর বাড়ি এসে তা দিয়েই চুলে কালার করেন ।

সম্প্রতি এই গোটা ঘটনার উল্লেখ করে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন নীনা । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "জোগাড় । টুথব্রাশ দিয়েও কালার করার চেষ্টা করেছিলাম । কিন্তু, ছোটো ছোটো চুলে ঠিক করে কালার করা যাচ্ছিল না ।"

আসলে পাহাড়ের কোলে এই সময় পার্লার পাওয়া একেবারেই অসম্ভব । তাই নিজের মতো করেই উপায়ে বাতলে মুশকিল আসান করে নেন নীনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.