ETV Bharat / sitara

সিমন খাম্বাট্টাকে 4 ঘণ্টা জিজ্ঞাসাবাদ NCB-র - sara ali khan

আজ সকাল 10টা 15 নাগাদ NCB দপ্তরে হাজিরা দেন সিনম । খানিক পরেই সেখানে পৌঁছান সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি । জিজ্ঞাসাবাদের পর দুপুর আড়াইটের দিকে NCB দপ্তর থেকে বের হতে দেখা যায় সিনমকে ।

asd
asd
author img

By

Published : Sep 24, 2020, 5:25 PM IST

মুম্বই : মাদক যোগে গতকাল নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) তরফে সমন পাঠানো হয় ফ্যাশন ডিজ়াইনার সিমন খাম্বাট্টাকে । সেই মতো আজ সকালে NCB দপ্তরে হাজিরা দেন তিনি । টানা চার ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পায় NCB । এরপরই শুরু হয় তদন্ত । ইতিমধ্যে মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এছাড়াও বেশ কয়েকজন মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে ।

এরই মধ্যে সামনে আসে ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকা পাডুকোনের হোয়াটসঅ্যাপ চ্যাট । সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে তাঁদের । সেই সূত্র ধরে করিশ্মাকে ডেকে পাঠায় NCB । যদিও শরীর ভালো না থাকায় হাজিরা দেননি তিনি । সমন পাঠানো হয়েছে দীপিকাকেও । আগামীকাল হাজিরা দেবেন তিনি ।

sdf
NCB দপ্তরে সিমন খাম্বাট্টা

এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে সিমনকেও গতকাল সমন পাঠিয়েছিল NCB । সেই মতো আজ সকাল 10টা 15 নাগাদ হাজিরা দেন তিনি । খানিক পরেই সেখানে পৌঁছান সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি । তাঁকে এর আগেও কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা । জিজ্ঞাসাবাদের পর দুপুর আড়াইটের দিকে NCB দপ্তর থেকে বের হতে দেখা যায় সিনমকে ।

সূত্রের খবর, রকুল প্রীত সিং ও সারা আলি খানের নাম NCB-র সামনে প্রকাশ করেছিলেন রিয়া । সিমনের নামও নাকি তিনিই প্রকাশ করেছিলেন । এমনকী, সুশান্তের লোনাভালার ফার্মহাউজ়ে মাঝে মধ্যেই একসঙ্গে পার্টি করতেন তাঁরা । সেই সূত্র ধরেই আজ রকুলকে হাজিরা দিতে বলেছিলেন তদন্তকারীরা । যদিও হাজিরা দেননি তিনি । আগামীকাল হাজিরা দেবেন বলে জানা গিয়েছে ।

এদিকে 26 সেপ্টেম্বর সারা ও শ্রদ্ধা কাপুরকে NCB দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে । যদিও জিজ্ঞাসাবাদের সময় শ্রদ্ধার নাম রিয়া নেননি বলে সূত্রের খবর । বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে আসে সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গে রিয়ার একটি হোয়াটসঅ্যাপ চ্যাট । সেখানে জয়া লেখেন, "সুশান্তকে চায়ের সঙ্গে কয়েক ফোঁটা মিশিয়ে দাও ফল পাবে ।" চায়ের মধ্যে রিয়াকে ক্যানাবিস তেল মেশানোর পরামর্শ দিয়েছিলেন তিনি । এরপরই জয়াকে তলব করে NCB । তখনই শ্রদ্ধার নাম প্রকাশ করেন তিনি । জানিয়েছিলেন, বলিউডের একাধিক তারকা এই তেল ব্যবহার করে থাকেন । তাঁদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কাপুর । আর এবার সেই সূত্র ধরেই শ্রদ্ধাকে তলব করেছে NCB ।

তবে বড় পরদার তারকারাই নন । মাদক যোগে ছোটো পরদার তারকাদেরও নাম জড়িয়ে পড়েছে । আবিগালি পান্ডে ও সনম জোহরকে জিজ্ঞাসাবাদ করে NCB । এই তালিকায় আরও কয়েকজন তারকার নাম রয়েছে বলে জানা গিয়েছে ।

মুম্বই : মাদক যোগে গতকাল নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) তরফে সমন পাঠানো হয় ফ্যাশন ডিজ়াইনার সিমন খাম্বাট্টাকে । সেই মতো আজ সকালে NCB দপ্তরে হাজিরা দেন তিনি । টানা চার ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পায় NCB । এরপরই শুরু হয় তদন্ত । ইতিমধ্যে মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এছাড়াও বেশ কয়েকজন মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে ।

এরই মধ্যে সামনে আসে ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকা পাডুকোনের হোয়াটসঅ্যাপ চ্যাট । সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে তাঁদের । সেই সূত্র ধরে করিশ্মাকে ডেকে পাঠায় NCB । যদিও শরীর ভালো না থাকায় হাজিরা দেননি তিনি । সমন পাঠানো হয়েছে দীপিকাকেও । আগামীকাল হাজিরা দেবেন তিনি ।

sdf
NCB দপ্তরে সিমন খাম্বাট্টা

এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে সিমনকেও গতকাল সমন পাঠিয়েছিল NCB । সেই মতো আজ সকাল 10টা 15 নাগাদ হাজিরা দেন তিনি । খানিক পরেই সেখানে পৌঁছান সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি । তাঁকে এর আগেও কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা । জিজ্ঞাসাবাদের পর দুপুর আড়াইটের দিকে NCB দপ্তর থেকে বের হতে দেখা যায় সিনমকে ।

সূত্রের খবর, রকুল প্রীত সিং ও সারা আলি খানের নাম NCB-র সামনে প্রকাশ করেছিলেন রিয়া । সিমনের নামও নাকি তিনিই প্রকাশ করেছিলেন । এমনকী, সুশান্তের লোনাভালার ফার্মহাউজ়ে মাঝে মধ্যেই একসঙ্গে পার্টি করতেন তাঁরা । সেই সূত্র ধরেই আজ রকুলকে হাজিরা দিতে বলেছিলেন তদন্তকারীরা । যদিও হাজিরা দেননি তিনি । আগামীকাল হাজিরা দেবেন বলে জানা গিয়েছে ।

এদিকে 26 সেপ্টেম্বর সারা ও শ্রদ্ধা কাপুরকে NCB দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে । যদিও জিজ্ঞাসাবাদের সময় শ্রদ্ধার নাম রিয়া নেননি বলে সূত্রের খবর । বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে আসে সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গে রিয়ার একটি হোয়াটসঅ্যাপ চ্যাট । সেখানে জয়া লেখেন, "সুশান্তকে চায়ের সঙ্গে কয়েক ফোঁটা মিশিয়ে দাও ফল পাবে ।" চায়ের মধ্যে রিয়াকে ক্যানাবিস তেল মেশানোর পরামর্শ দিয়েছিলেন তিনি । এরপরই জয়াকে তলব করে NCB । তখনই শ্রদ্ধার নাম প্রকাশ করেন তিনি । জানিয়েছিলেন, বলিউডের একাধিক তারকা এই তেল ব্যবহার করে থাকেন । তাঁদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কাপুর । আর এবার সেই সূত্র ধরেই শ্রদ্ধাকে তলব করেছে NCB ।

তবে বড় পরদার তারকারাই নন । মাদক যোগে ছোটো পরদার তারকাদেরও নাম জড়িয়ে পড়েছে । আবিগালি পান্ডে ও সনম জোহরকে জিজ্ঞাসাবাদ করে NCB । এই তালিকায় আরও কয়েকজন তারকার নাম রয়েছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.