ETV Bharat / sitara

রিয়াকে কটাক্ষ নওয়াজ়ুদ্দিনের ভাই শমাসের, ইঙ্গিতে কি বৌদি আলিয়া ? - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

রিয়া চক্রবর্তীকে কটাক্ষ করলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির ভাই শমাস নওয়াব সিদ্দিকি । সোশাল মিডিয়ায় একটি টুইট করে রিয়াকে সুবিধাবাদীর তকমা দিলেন শমাস । কিন্তু, তাঁর ইঙ্গিত কি নওয়াজ়ের স্ত্রী আলিয়া সিদ্দিকির দিকে ?

nawazuddin siddiqui brother Shamas slammed rhea chakrabarty
nawazuddin siddiqui brother Shamas slammed rhea chakrabarty
author img

By

Published : Jul 29, 2020, 1:37 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে রিয়া চক্রবর্তীর নাম উঠছে বারবার । তাঁর বিরুদ্ধে অনুরাগীদের ক্ষোভ বাড়ছে দিন দিন । সুশান্তের বাবা K.K.সিং সম্প্রতি FIR দায়ের করেছেন রিয়ার বিরুদ্ধে । সোশাল মিডিয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে চলছে প্রতিনিয়ত আক্রমণ । আর এমন একটা সময় রিয়ার বিরুদ্ধে কথা বললেন নওয়াজ়ের ভাই শমাস ।

শমাস লিখেছেন, "রিয়ার মতো অনেক মানুষই থাকেন, যারা শুধুমাত্র টাকার জন্য সবকিছু করতে পারেন । ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে কারও পরিশ্রম আর সম্মানকে ছোটো করতে চান । সেটা ব্যক্তিগত ব্ল্যাকমেলিং হোক বা মিডিয়া-সোশাল মিডিয়াকে ব্যবহার করে হোক.."

  • यहाँ पर बहुत सारे #rehachakraborty जैसे लोग हैं जो ब्लैक्मेल कर लोगों की मेहनत और इज़्ज़त पर पानी फेर देना चाहते हैं पैसा और सब कुछ हड़प कर लेना चाहते हैं।
    चाहे वो ब्लैक्मेल पर्सनली किया जाये या मीडिया और ट्विटर के द्वारा।

    — Shamas Nawab Siddiqui (@ShamasSiddiqui) July 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শমাসের এই টুইট দেখে নেটিজেনদের ধারণা তিনি বোধহয় বৌদি আলিয়া সিদ্দিকিকে উদ্দেশ্য করেই এই লেখা লিখেছেন । এর আগেও তিনি আলিয়ার বিরুদ্ধে অনেক কথা বলেছেন ।

নওয়াজ় আর আলিয়ার সম্পর্ক খুবই তিক্ততার দিকে চলে গেছে । নওয়াজ় চুপ থাকলেও আলিয়া কিন্তু সোশাল মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে একের পর এক আক্রমণ করে চলেছেন স্বামীর বিরুদ্ধে । চলছে ডিভোর্সের মামলাও ।

nawazuddin siddiqui brother Shamas slammed rhea chakrabarty
নওয়াজ়-আলিয়া

তাই কি রিয়াকে হাতিয়ার করে বৌদিকেই কথাগুলো বললেন শমাস ? প্রশ্ন তুলছেন সোশাল মিডিয়া ইউজ়াররা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে রিয়া চক্রবর্তীর নাম উঠছে বারবার । তাঁর বিরুদ্ধে অনুরাগীদের ক্ষোভ বাড়ছে দিন দিন । সুশান্তের বাবা K.K.সিং সম্প্রতি FIR দায়ের করেছেন রিয়ার বিরুদ্ধে । সোশাল মিডিয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে চলছে প্রতিনিয়ত আক্রমণ । আর এমন একটা সময় রিয়ার বিরুদ্ধে কথা বললেন নওয়াজ়ের ভাই শমাস ।

শমাস লিখেছেন, "রিয়ার মতো অনেক মানুষই থাকেন, যারা শুধুমাত্র টাকার জন্য সবকিছু করতে পারেন । ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে কারও পরিশ্রম আর সম্মানকে ছোটো করতে চান । সেটা ব্যক্তিগত ব্ল্যাকমেলিং হোক বা মিডিয়া-সোশাল মিডিয়াকে ব্যবহার করে হোক.."

  • यहाँ पर बहुत सारे #rehachakraborty जैसे लोग हैं जो ब्लैक्मेल कर लोगों की मेहनत और इज़्ज़त पर पानी फेर देना चाहते हैं पैसा और सब कुछ हड़प कर लेना चाहते हैं।
    चाहे वो ब्लैक्मेल पर्सनली किया जाये या मीडिया और ट्विटर के द्वारा।

    — Shamas Nawab Siddiqui (@ShamasSiddiqui) July 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শমাসের এই টুইট দেখে নেটিজেনদের ধারণা তিনি বোধহয় বৌদি আলিয়া সিদ্দিকিকে উদ্দেশ্য করেই এই লেখা লিখেছেন । এর আগেও তিনি আলিয়ার বিরুদ্ধে অনেক কথা বলেছেন ।

নওয়াজ় আর আলিয়ার সম্পর্ক খুবই তিক্ততার দিকে চলে গেছে । নওয়াজ় চুপ থাকলেও আলিয়া কিন্তু সোশাল মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে একের পর এক আক্রমণ করে চলেছেন স্বামীর বিরুদ্ধে । চলছে ডিভোর্সের মামলাও ।

nawazuddin siddiqui brother Shamas slammed rhea chakrabarty
নওয়াজ়-আলিয়া

তাই কি রিয়াকে হাতিয়ার করে বৌদিকেই কথাগুলো বললেন শমাস ? প্রশ্ন তুলছেন সোশাল মিডিয়া ইউজ়াররা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.