ETV Bharat / sitara

লন্ডনে উড়লেন নওয়াজ়ুদ্দিন - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

কোরোনা পরিস্থিতির কথা জেনেও দেশের বাইরে পাড়ি দিলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । কারণ কথাতেই আছে, 'দ্য শো মাস্ট গো অন...' ।

nawazuddin siddiqui to london
nawazuddin siddiqui to london
author img

By

Published : Jan 19, 2021, 9:58 AM IST

মুম্বই : লকডাউনের বদ্ধ সময়ের মধ্যে মানুষ তাদের মুক্তি খুঁজে পেয়েছেন সিনেমা, গান, গল্পে । আর যাঁরা সেই দুঃসহ সময়ের মধ্যেও আমাদের এই নিরন্তর বিনোদনের সম্ভার জুগিয়ে গেছেন, কোরোনা সম্পর্কে সতর্ক করে গেছেন, সেই সব শিল্পীদের একটা স্যালুট প্রাপ্য ।

শুধু লকডাউন পিরিয়ডে নয়, তারপর চলতে থাকা কোরোনা পরিস্থিতির মধ্যেও কেউ শুটিং করেছেন, কেউ গান বেঁধেছেন, কেউ কবিতা লিখেছেন । কারণ দুনিয়াতে যা-ই হোক না কেন, শিল্পীরা বেঁচে থাকেন শিল্পের মধ্যেই । ঠিক নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির মতো ।

এই কোরোনা পরিস্থিতির মধ্যেও বিদেশ যাত্রা করলেন নওয়াজ । লন্ডনে উড়ে গেলেন 'সঙ্গীন' ফিল্মের শুটিংয়ে । 'সিরিয়াস মেন'-এর পর এই ছবিতেই দেখা যাবে নওয়াজকে । এয়ারপোর্ট থেকে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ।

কালো মাস্ক আর টুপিতে নিজেকে ঢেকে নওয়াজ লিখেছেন, "লন্ডনে যাচ্ছি । জানি এখন পরিস্থিতি খুব খারাপ । তবুও.....দ্য শো মাস্ট গো অন" । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : লকডাউনের বদ্ধ সময়ের মধ্যে মানুষ তাদের মুক্তি খুঁজে পেয়েছেন সিনেমা, গান, গল্পে । আর যাঁরা সেই দুঃসহ সময়ের মধ্যেও আমাদের এই নিরন্তর বিনোদনের সম্ভার জুগিয়ে গেছেন, কোরোনা সম্পর্কে সতর্ক করে গেছেন, সেই সব শিল্পীদের একটা স্যালুট প্রাপ্য ।

শুধু লকডাউন পিরিয়ডে নয়, তারপর চলতে থাকা কোরোনা পরিস্থিতির মধ্যেও কেউ শুটিং করেছেন, কেউ গান বেঁধেছেন, কেউ কবিতা লিখেছেন । কারণ দুনিয়াতে যা-ই হোক না কেন, শিল্পীরা বেঁচে থাকেন শিল্পের মধ্যেই । ঠিক নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির মতো ।

এই কোরোনা পরিস্থিতির মধ্যেও বিদেশ যাত্রা করলেন নওয়াজ । লন্ডনে উড়ে গেলেন 'সঙ্গীন' ফিল্মের শুটিংয়ে । 'সিরিয়াস মেন'-এর পর এই ছবিতেই দেখা যাবে নওয়াজকে । এয়ারপোর্ট থেকে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ।

কালো মাস্ক আর টুপিতে নিজেকে ঢেকে নওয়াজ লিখেছেন, "লন্ডনে যাচ্ছি । জানি এখন পরিস্থিতি খুব খারাপ । তবুও.....দ্য শো মাস্ট গো অন" । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.