মুম্বই : দুঃসংবাদ নওয়াজ়ুদ্দিনের বাড়িতে। মাত্র 26 বছর বয়সে মারা গেলেন নওয়াজ়ুদ্দিনের বোন শ্যামা তামশি সিদ্দিকি। কী করে এই মৃত্যু?
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন শ্যামা। প্রায় 8 বছর ধরে চলছে সেই লড়াই। 18 বছর বয়সে কর্কটরোগ ধরা পড়ে তাঁর। সেটাও বেশ অ্যাডভান্স স্টেজে। কিন্তু শুধুমাত্র মনের জোরে এতদিন লড়াই করলেন শ্যামা।
![নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির বোন শ্যামা সিদ্দিকি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21688856_1975688956036013_2202216495017099264_n_0912newsroom_1575863235_977.jpg)
গত বছর নওয়াজ় বোনের সঙ্গে একটি ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "আমার বোনের অ্যাডভান্স ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে 18 বছর বয়সে। কিন্তু, ইচ্ছা শক্তি ও সাহসের জোরে ও এখনও সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আজ ওর 25 তম জন্মদিন এবং ও এখনও ফাইট করে যাচ্ছে।" ডাক্তারদের অনেক ধন্যবাদও জানিয়েছিলেন নওয়াজ়।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গতকাল সেই লড়াই থেমে গেল। শোকাহত সিদ্দিকি পরিবার...