মুম্বই : দেশের অর্থনৈতিক পরিকাঠামো ঠিক রাখতে, 2024 সালের লোকসভা নির্বাচন বাতিল করা উচিত । মনে করছেন রঙ্গোলি চান্দেল ।
বছরের শুরু থেকেই দেশে থাবা বসায় কোরোনা ভাইরাস । এই আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হয় একাধিক অফিস, কারখানা, স্কুল-কলেজ ও দোকান । বন্ধ হয়ে যায় বিভিন্ন সিনেমার শুটিংও । এমনকী, বন্ধ করে দেওয়া হয় সিনেমা হলও । ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 25 মার্চ দেশজুড়ে লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সরকারি নির্দেশ অনুসারে 14 এপ্রিল লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা । সম্প্রতি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । সেখানে নাকি লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলেছিলেন তিনি । তারপরই বিভিন্ন রাজ্যে লকডাউনের মেয়াদ আরও দু'সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয় । এদিকে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থনৈতিক মহলে ।
দেশের অর্থনৈতিক পরিকাঠামোর কথা মাথায় রেখেই সম্প্রতি একটি টুইট করেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি । তিনি লেখেন, "বিপুল অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে চলেছি আমরা । আমি জানি এক-দু বছরের মধ্যেই ফের অর্থনীতিকে চাঙ্গা করতে তুলবেন মোদিজি । কিন্তু, মনে রাখতে হবে নির্বাচনের পিছনে আমরা লাখ-লাখ, কোটি-কোটি টাকা খরচ করি । তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024-এর লোকসভা নির্বাচন বাতিল করা উচিত । পরবর্তী পাঁচ বছর মোদিজিই থাকুন আমাদের প্রধানমন্ত্রী ।"
-
We are going to face huge economy crisis, I am sure Modi ji will revive the economy in a year or two but we must remember we spend lakhs n lakhs of crores on elections we as a nation must dismiss 24 general elections and let Modi ji lead us for next term also 🙏
— Rangoli Chandel (@Rangoli_A) April 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are going to face huge economy crisis, I am sure Modi ji will revive the economy in a year or two but we must remember we spend lakhs n lakhs of crores on elections we as a nation must dismiss 24 general elections and let Modi ji lead us for next term also 🙏
— Rangoli Chandel (@Rangoli_A) April 12, 2020We are going to face huge economy crisis, I am sure Modi ji will revive the economy in a year or two but we must remember we spend lakhs n lakhs of crores on elections we as a nation must dismiss 24 general elections and let Modi ji lead us for next term also 🙏
— Rangoli Chandel (@Rangoli_A) April 12, 2020
যদিও রঙ্গোলির এই টুইট ভালো ভাবে নেননি অনেকেই । রাজনীতিতে কঙ্গনার ঝোঁক দেখে তাঁকে আক্রমণ করেছেন এক সাংবাদিক । টুইট করে তিনি লেখেন, "নিজেকে অসুরক্ষিত বলে মনে করেন কঙ্গনা । আর সেই কারণেই রাজনীতির দিকে ঝুঁকছেন তিনি ।" যদিও ওই ব্যক্তিকে পালটা জবাব দেন রঙ্গোলি ।