মুম্বই : বন্ধু সুপ্রিয়া শর্মার দু'টো বিড়ালকে নিয়ে ভারসোভার এক পশু চিকিৎসা কেন্দ্রে যান নাসিরুদ্দিন-কন্যা হীবা । আর সেখানেই কর্মীদের মারধর করেন তিনি । ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । কিন্তু, কেন হঠাৎ এই পদক্ষেপ নিলেন হীবা ?
শোনা যাচ্ছে, চিকিৎসা কেন্দ্র থেকে খুব একটা সহযোগিতা করা হয়নি হীবার সঙ্গে । আর সেই কারণেই মেজাজ হারান অভিনেত্রী । হাতাহাতিতে জড়িয়ে পড়েন কর্মীদের সঙ্গে ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সুপ্রিয়ার বিড়াল দুটোকে নিয়ে যখন চিকিৎসাকেন্দ্রে পৌঁছন হীবা, তাঁকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হয় । কিন্তু 2-3 মিনিট অপেক্ষা করার পরই অস্থির হয়ে ওঠেন হীবা । তিনি বলেন, "তোমরা জানো না আমি কে ? কোনও সহযোগিতা না করে কীভাবে তোমরা আমায় দাঁড় করিয়ে রেখেছ ? রিক্সা থেকে নামার সময়ও কেউ সাহায্য করল না..."
এরপরই হীবাকে বেরিয়ে যেতে বলা হয় চিকিৎসাকেন্দ্রের তরফ থেকে এবং তাতেই তিনি মেজাজ হারান । দু'জন মহিলা কর্মীকে মারধর করা শুরু করেন । ঘটনাটা 16 জানুয়ারির ।
তবে হীবার বক্তব্য যে, তিনি মারধর করা শুরু করেননি । তিনি জানান, প্রথমে চিকিৎসাকেন্দ্রের কর্মীরাই বাজে ব্যবহার শুরু করে তাঁর সঙ্গে এবং তাঁকে ধাক্কা দিয়ে ক্লিনিক থেকে বের করে দেওয়ার চেষ্টা করে ।
কে সত্যি বলছে আর কে মিথ্যে, তার বিচার হবে কোর্টে । মুম্বইয়ের ভারসোভা থানায় হীবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ।