ETV Bharat / sitara

চিকিৎসাকেন্দ্রে কর্মীদের মারধর, অভিযোগ দায়ের নাসিরুদ্দিন-কন্যা হীবার বিরুদ্ধে

author img

By

Published : Jan 27, 2020, 1:33 PM IST

পশু চিকিৎসা কেন্দ্রে কর্মীদের মারধর করে বিপাকে নাসিরুদ্দিন শাহের মেয়ে ও অভিনেত্রী হীবা শাহ । ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল সমালোচিত হীবা ।

Naseeruddin Shah latest news
Naseeruddin Shah latest news

মুম্বই : বন্ধু সুপ্রিয়া শর্মার দু'টো বিড়ালকে নিয়ে ভারসোভার এক পশু চিকিৎসা কেন্দ্রে যান নাসিরুদ্দিন-কন্যা হীবা । আর সেখানেই কর্মীদের মারধর করেন তিনি । ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । কিন্তু, কেন হঠাৎ এই পদক্ষেপ নিলেন হীবা ?

শোনা যাচ্ছে, চিকিৎসা কেন্দ্র থেকে খুব একটা সহযোগিতা করা হয়নি হীবার সঙ্গে । আর সেই কারণেই মেজাজ হারান অভিনেত্রী । হাতাহাতিতে জড়িয়ে পড়েন কর্মীদের সঙ্গে ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সুপ্রিয়ার বিড়াল দুটোকে নিয়ে যখন চিকিৎসাকেন্দ্রে পৌঁছন হীবা, তাঁকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হয় । কিন্তু 2-3 মিনিট অপেক্ষা করার পরই অস্থির হয়ে ওঠেন হীবা । তিনি বলেন, "তোমরা জানো না আমি কে ? কোনও সহযোগিতা না করে কীভাবে তোমরা আমায় দাঁড় করিয়ে রেখেছ ? রিক্সা থেকে নামার সময়ও কেউ সাহায্য করল না..."

Naseeruddin Shah latest news
cctv ফুটেজের দৃশ্য, সৌজন্যে সোশাল মিডিয়া

এরপরই হীবাকে বেরিয়ে যেতে বলা হয় চিকিৎসাকেন্দ্রের তরফ থেকে এবং তাতেই তিনি মেজাজ হারান । দু'জন মহিলা কর্মীকে মারধর করা শুরু করেন । ঘটনাটা 16 জানুয়ারির ।

তবে হীবার বক্তব্য যে, তিনি মারধর করা শুরু করেননি । তিনি জানান, প্রথমে চিকিৎসাকেন্দ্রের কর্মীরাই বাজে ব্যবহার শুরু করে তাঁর সঙ্গে এবং তাঁকে ধাক্কা দিয়ে ক্লিনিক থেকে বের করে দেওয়ার চেষ্টা করে ।

কে সত্যি বলছে আর কে মিথ্যে, তার বিচার হবে কোর্টে । মুম্বইয়ের ভারসোভা থানায় হীবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ।

মুম্বই : বন্ধু সুপ্রিয়া শর্মার দু'টো বিড়ালকে নিয়ে ভারসোভার এক পশু চিকিৎসা কেন্দ্রে যান নাসিরুদ্দিন-কন্যা হীবা । আর সেখানেই কর্মীদের মারধর করেন তিনি । ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । কিন্তু, কেন হঠাৎ এই পদক্ষেপ নিলেন হীবা ?

শোনা যাচ্ছে, চিকিৎসা কেন্দ্র থেকে খুব একটা সহযোগিতা করা হয়নি হীবার সঙ্গে । আর সেই কারণেই মেজাজ হারান অভিনেত্রী । হাতাহাতিতে জড়িয়ে পড়েন কর্মীদের সঙ্গে ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সুপ্রিয়ার বিড়াল দুটোকে নিয়ে যখন চিকিৎসাকেন্দ্রে পৌঁছন হীবা, তাঁকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হয় । কিন্তু 2-3 মিনিট অপেক্ষা করার পরই অস্থির হয়ে ওঠেন হীবা । তিনি বলেন, "তোমরা জানো না আমি কে ? কোনও সহযোগিতা না করে কীভাবে তোমরা আমায় দাঁড় করিয়ে রেখেছ ? রিক্সা থেকে নামার সময়ও কেউ সাহায্য করল না..."

Naseeruddin Shah latest news
cctv ফুটেজের দৃশ্য, সৌজন্যে সোশাল মিডিয়া

এরপরই হীবাকে বেরিয়ে যেতে বলা হয় চিকিৎসাকেন্দ্রের তরফ থেকে এবং তাতেই তিনি মেজাজ হারান । দু'জন মহিলা কর্মীকে মারধর করা শুরু করেন । ঘটনাটা 16 জানুয়ারির ।

তবে হীবার বক্তব্য যে, তিনি মারধর করা শুরু করেননি । তিনি জানান, প্রথমে চিকিৎসাকেন্দ্রের কর্মীরাই বাজে ব্যবহার শুরু করে তাঁর সঙ্গে এবং তাঁকে ধাক্কা দিয়ে ক্লিনিক থেকে বের করে দেওয়ার চেষ্টা করে ।

কে সত্যি বলছে আর কে মিথ্যে, তার বিচার হবে কোর্টে । মুম্বইয়ের ভারসোভা থানায় হীবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ।

Intro:Body:

চিকিৎসাকেন্দ্রে কর্মীদের মারধর, অভিযোগ দায়ের নাসিরুদ্দিন-কন্য়া হীবার বিরুদ্ধে  



পশু চিকিৎসা কেন্দ্রে কর্মীদের মারধর করে বিপাকে নাসিরুদ্দিন শাহের মেয়ে ও অভিনেত্রী হীবা শাহ । ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল সমালোচিত হীবা ।



মুম্বই : বন্ধু সুপ্রিয়া শর্মার দু'টো বিড়ালকে নিয়ে ভারসোভার এক পশু চিকিৎসা কেন্দ্রে যান নাসিরুদ্দিন-কন্যা হীবা । আর সেখানেই কর্মীদের মারধর করেন তিনি । ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । কিন্তু, কেন হঠাৎ এই পদক্ষেপ নিলেন হীবা ?



শোনা যাচ্ছে, চিকিৎসা কেন্দ্র থেকে খুব একটা সহযোগিতা করা হয়নি হীবাকে । আর সেই কারণেই মেজাজ হারান অভিনেত্রী । হাতাহাতিতে জড়িয়ে পড়েন কর্মীদের সঙ্গে ।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সুপ্রিয়ার বিড়াল দুটোকে নিয়ে যখন চিকিৎসাকেন্দ্রে পৌঁছন হীবা, তাঁকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হয় । কিন্তু 2-3 মিনিট অপেক্ষা করার পরই অস্থির হয়ে ওঠেন হীবা । তিনি বলেন, "তোমরা জান না আমি কে ? কীভাবে কোনও সহযোগিতা না করে তোমরা আমায় দাঁড় করিয়ে রেখেছ ? রিক্স থেকে নামার সময়ও কেউ সাহায্য করল না..."



এরপরই হীবাকে বেরিয়ে যেতে বলা হয় চিকিৎসাকেন্দ্রের তরফ থেকে এবং তাতেই তিনি মেজাজ হারান । দু'জন মহিলা কর্মীকে মারধর করা শুরু করেন । ঘটনাটা 16 জানুয়ারির ।



তবে হীবার বক্তব্য তিনি মারধর করা শুরু করেননি । তিনি বলেন যে, প্রথমে চিকিৎসাকেন্দ্রের কর্মীরাই বাজে ব্যবহার শুরু করেন তাঁর সঙ্গে, তাঁকে ধাক্কা দিয়ে ক্লিনিক থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় ।



কে সত্যি বলছে আর কে মিথ্যে, তার বিচার হবে কোর্টে । মুম্বইয়ের ভারসোভা থানায় হীবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.