মুম্বই : বলিউডের প্রথম সারির অন্যতম অভিনেতা নাসিরুদ্দিন শাহ । শুধু বলিউড বললেন ভুল হবে, থিয়েটারের মঞ্চ, ডিজিটাল দুনিয়াকেও তিনি সমৃদ্ধ করেছেন । তবে শিল্পের প্রতি শিল্পীর খিদে অসীম । তাই এখন নাসিরুদ্দিনের মনে হয় যে অভিনেতা হিসেবে অনেক কিছু দেওয়া বাকি তাঁর ।
নাসির বলেন, "অভিনেতা হিসেবে এখনও আমার কিছু দেওয়ার আছে । আমায় যে এখনও মানুষ দেখতে চান, সেই জন্য আমি লাকি । আর একটা কারণেও আমি লাকি, নিজের কাজটাকে ভালোবেসে করতে পারি । অভিনয় নিয়ে আমি অবসেসড । যদি কোনওদিন ঘুম থেকে উঠে দেখি আমি পারফর্ম করতে পারছি না, তাহলে আত্মহত্যা করব আমি ।"
যে সমস্ত চরিত্রগুলোতে অভিনয় করেন, সেই সব চরিত্রকে কি মন থেকে বিশ্বাস করেন ? এই প্রশ্নে নাসিরুদ্দিন বলেন, "না চরিত্রগুলো নয়, আমার কাছে গল্প বলার কারণটা বেশি গুরুত্বপূর্ণ । যদি 'খুদা কে লিয়ে' ফিল্মে তালিবানদের গ্লোরিফাই করা হত, তাহলে আমি কখনই সেই ফিল্মে অভিনয় করতাম না ।"
নিজের ধর্মীয় ভাবনা নিয়েও কথা বললেন নাসিরুদ্দিন । বলেন, "একটি গোঁড়া মুসলিম পরিবারে বড় হওয়ায় আমি ছোটো থেকে শুনে এসেছি যে, নন-মুসলিমরা 'কাফির' । তবে আমি কখনই এটা বিশ্বাস করতে পারতাম না । আমার মনে হত যে, আমার বন্ধু কে.সি.সিং তো একজন হিন্দু, ও তো খুব ভালো ছেলে, হিন্দু হয়ে জন্মানোটা তো ওর সিদ্ধান্ত ছিল না । তাহলে ও কেন নরকে যাবে ?"
তাই ধর্মের বিচারে শিল্পকে আটকে রাখা উচিত নয়, বক্তব্য নাসিরের ।