মুম্বই : 10 বছর ধরে তিনটি খণ্ডে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র' । তার প্রথম ভাগের শুটিং এখনও চলছে । রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত এই ছবি নিয়ে দর্শকের কৌতুহল তুঙ্গে ।
পরিচালক অয়ন মুখোপাধ্যায় ছ'বছর ধরে এই ছবির গল্প লিখেছেন । এটি সম্পূর্ণ তাঁর মস্তিষ্কপ্রসূত ধারণা । ছবিটির প্রথম ভাগের বাজেটই 300 কোটি টাকা । প্রযোজনা করেছেন করণ জোহর ।
দক্ষিণী সুপারস্টার নাগার্জুনকে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে 'ব্রহ্মাস্ত্র'-তে । তাঁর অংশের শুটিং শেষ হল আজ । সেই ছবি শেয়ার করলেন আলিয়া ভাট ।
ক্যাপশনে লিখেছেন, "নাগার্জুন স্যারের জন্য 'ব্রহ্মাস্ত্র'-এর ব়্য়াপ । এত সুন্দর সব স্মৃতি উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার । আপনার সঙ্গে কাজ করা আমার কাছে সম্মানের ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
রণবীর আর আলিয়া ছাড়া 'ব্রহ্মাস্ত্র'-এ রয়েছেন অমিতাভ বচ্চন । এছাড়া ডিম্পল কপাড়িয়া, মৌনি রায়ও রয়েছেন । শোনা গেছে শাহরুখ খান ছবিটিতে একটি ক্যামিও করবেন ।
প্রসঙ্গত, এই 'ব্রহ্মাস্ত্র'-এর শুটিং করতে গিয়েই রণবীর আর আলিয়ার প্রেম । তারকা দম্পতির এই সম্পর্ক খুব তাড়াতাড়ি একটা পরিণতি পেতে চলেছে ।