মুম্বই : প্রয়াত মিউজ়িক কম্পোজ়ার প্রীতম চক্রবর্তীর বাবা প্রবোধ চক্রবর্তী । দীর্ঘদিন ধরে পারকিনসন্স ও অ্যালজ়াইমারে আক্রান্ত ছিলেন তিনি ।
গত তিন মাস ধরে প্রীতমের বাবার শারীরিক অবস্থা একেবারেই ভালো ছিল না । হাসপাতালেই ভরতি ছিলেন প্রবোধবাবু । এই তিনমাস হাসপাতালেই ছিলেন প্রীতম, তাঁর বোন ও মা । রবিবার ওই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবোধবাবু ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রীতমের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, 2 বছর ধরেই পারকিনসন্স ও অ্যালজ়াইমারে আক্রান্ত ছিলেন প্রীতমের বাবা । এরপর তিনমাস হাসপাতালেই ভরতি ছিলেন । রবিবার হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । মুম্বইয়ের আম্বলিতে রবিবারই প্রবোধবাবুর শেষকৃত্য সম্পন্ন হয় ।