ETV Bharat / sitara

কোরোনা সতর্কতায় 'গালি বয়'-এর ক্লিপিং, ফের চমক মুম্বই পুলিশের

কোরোনা নিয়ে সতর্কতা বৃদ্ধি করতে এবার 'গালি বয়' ফিল্মের একটি ক্লিপিং ব্যবহার করল মুম্বই পুলিশ ।

Mumbai Police uses Gully Boy Poster
Mumbai Police uses Gully Boy Poster
author img

By

Published : Apr 21, 2020, 7:58 PM IST

মুম্বই : কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে মুম্বই পুলিশ ব্যবহার করছে বলিউডের বিখ্যাত ফিল্মের দৃশ্য, সংলাপ, ক্লিপিং । শুকনো কিছু সতর্কবার্তার পরিবর্তে ফিল্মি স্টাইলে তাঁদের এই ক্য়াম্পেন ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায় । এবার 'গালি বয়' ফিল্মে আলিয়া ভাটের একটি স্টিল শট ব্যবহার করল মুম্বই পুলিশ ।

'গালি বয়' ফিল্মের আলিয়ার 'সফিনা' চরিত্রটা ছিল খুবই স্পষ্টবক্তা, পজ়েসিভ আর রগচটা । তার অপছন্দের কিছু ঘটতে দেখলেই রাগে ফেটে পড়তেন তিনি । খুব সহজ ভাবে কোনও সংকোচ ছাড়াই এর-ওর মাথায় ভেঙে দিতেন কাচের বোতল, শুনিয়ে দিতেন খারাপ কথা ।

Mumbai Police uses Gully Boy Poster
'গালি বয়'-এ সফিনা, সৌজন্যে ইউটিউব

মুম্বই পুলিশ আলিয়ার একটি ছবি শেয়ার করেছে । যেই ছবিতে অভিনেত্রীকে হাসতে দেখা গেলেও, তার চোখে একটা প্রতিবাদ, রাগ লুকিয়ে আছে যেন । তবে সিনেমায় ব্যবহৃত সংলাপ নয়,মুম্বই পুলিশ ছবির উপর লিখেছে লকডাউনে বাড়ি থেকে বেরোনোর কুফল ।

"যখন এই লকডাউনে কেউ বলে যে, একটু হেঁটে আসি, তখন মুখটা এমনই হয়", লেখা রয়েছে ছবির উপর । ক্যাপশনটা আরও মজার, "মিশন বাতিল কর..আবার বলছি মিশন বাতিল কর" । অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর মিশন বাতিল না করলে আলিয়া থুড়ি সফিনার এমন মুখই দেখতে হবে ।

দেখে নিন সেই টুইট...

Mumbai Police uses Gully Boy Poster
সৌজন্যে টুইটার

মুম্বই : কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে মুম্বই পুলিশ ব্যবহার করছে বলিউডের বিখ্যাত ফিল্মের দৃশ্য, সংলাপ, ক্লিপিং । শুকনো কিছু সতর্কবার্তার পরিবর্তে ফিল্মি স্টাইলে তাঁদের এই ক্য়াম্পেন ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায় । এবার 'গালি বয়' ফিল্মে আলিয়া ভাটের একটি স্টিল শট ব্যবহার করল মুম্বই পুলিশ ।

'গালি বয়' ফিল্মের আলিয়ার 'সফিনা' চরিত্রটা ছিল খুবই স্পষ্টবক্তা, পজ়েসিভ আর রগচটা । তার অপছন্দের কিছু ঘটতে দেখলেই রাগে ফেটে পড়তেন তিনি । খুব সহজ ভাবে কোনও সংকোচ ছাড়াই এর-ওর মাথায় ভেঙে দিতেন কাচের বোতল, শুনিয়ে দিতেন খারাপ কথা ।

Mumbai Police uses Gully Boy Poster
'গালি বয়'-এ সফিনা, সৌজন্যে ইউটিউব

মুম্বই পুলিশ আলিয়ার একটি ছবি শেয়ার করেছে । যেই ছবিতে অভিনেত্রীকে হাসতে দেখা গেলেও, তার চোখে একটা প্রতিবাদ, রাগ লুকিয়ে আছে যেন । তবে সিনেমায় ব্যবহৃত সংলাপ নয়,মুম্বই পুলিশ ছবির উপর লিখেছে লকডাউনে বাড়ি থেকে বেরোনোর কুফল ।

"যখন এই লকডাউনে কেউ বলে যে, একটু হেঁটে আসি, তখন মুখটা এমনই হয়", লেখা রয়েছে ছবির উপর । ক্যাপশনটা আরও মজার, "মিশন বাতিল কর..আবার বলছি মিশন বাতিল কর" । অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর মিশন বাতিল না করলে আলিয়া থুড়ি সফিনার এমন মুখই দেখতে হবে ।

দেখে নিন সেই টুইট...

Mumbai Police uses Gully Boy Poster
সৌজন্যে টুইটার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.