ETV Bharat / sitara

তাড়াতাড়ি সুশান্ত-মামলায় ইতি টানবে মুম্বই পুলিশ ?

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় খুব তাড়াতাড়ি ইতি টানতে চলেছে মুম্বই পুলিশ ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে এমনই খবর ।

sushant singh rajput investigation to end soon ?
sushant singh rajput investigation to end soon ?
author img

By

Published : Jul 14, 2020, 10:13 PM IST

মুম্বই : আজ একমাস হয়ে গেল সুশান্ত সিং রাজপুত পরলোকে পাড়ি দিয়েছেন । তাঁর মৃত্যুর সঙ্গে জড়িয়ে একাধিক রহস্য । আর সেই রহস্যের মোড়ক ধীরে ধীরে উন্মোচন করছে মুম্বই পুলিশ । তবে এখনও কোনও কিনারা হয়নি কোনও রহস্যেরই ।

আর এই অবস্থায় শোনা গেল যে, মুম্বই পুলিশ খুব তাড়াতাড়ি এই তদন্তে ইতি টানতে চলেছে । কারণ সুশান্তের মৃত্যু নিয়ে তাঁরা কোনও পোক্ত জবাব খুঁজে পাচ্ছে না । কারও বিরুদ্ধে কোনও জোরালো প্রমাণ খুঁজে পাচ্ছে না পুলিশ কর্তৃপক্ষ ।

তাই আগামী দু'সপ্তাহের মধ্যে কেস গোটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের । যদিও এখনও কেসের সঙ্গে জড়িত প্রতিটা মানুষকে জিজ্ঞাসাবাদ করে চলেছে মুম্বই পুলিশ, কিন্তু, আশানুরূপ কোনও সূত্র খুঁজে পাচ্ছে না তাঁরা । অন্ধকারেই অভিনেতার মৃত্যু ।

আরও পড়ুন : সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা : বান্দ্রা পুলিশ স্টেশনে সঞ্জয়লীলা

তবে এই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, এই সত্যতা যাচাই করেনি ETV ভারত ।

এখনও অবধি 35 জনকে ইন্টারোগেট করে পুলিশ । তার মধ্যে অন্যতম সুশান্তের পরিবারের লোকজন, বান্ধবী রিয়া চক্রবর্তী, পরিচালক সঞ্জয়লীলা বনসালীর মতো ব্যক্তিত্ব ।

মুম্বই : আজ একমাস হয়ে গেল সুশান্ত সিং রাজপুত পরলোকে পাড়ি দিয়েছেন । তাঁর মৃত্যুর সঙ্গে জড়িয়ে একাধিক রহস্য । আর সেই রহস্যের মোড়ক ধীরে ধীরে উন্মোচন করছে মুম্বই পুলিশ । তবে এখনও কোনও কিনারা হয়নি কোনও রহস্যেরই ।

আর এই অবস্থায় শোনা গেল যে, মুম্বই পুলিশ খুব তাড়াতাড়ি এই তদন্তে ইতি টানতে চলেছে । কারণ সুশান্তের মৃত্যু নিয়ে তাঁরা কোনও পোক্ত জবাব খুঁজে পাচ্ছে না । কারও বিরুদ্ধে কোনও জোরালো প্রমাণ খুঁজে পাচ্ছে না পুলিশ কর্তৃপক্ষ ।

তাই আগামী দু'সপ্তাহের মধ্যে কেস গোটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের । যদিও এখনও কেসের সঙ্গে জড়িত প্রতিটা মানুষকে জিজ্ঞাসাবাদ করে চলেছে মুম্বই পুলিশ, কিন্তু, আশানুরূপ কোনও সূত্র খুঁজে পাচ্ছে না তাঁরা । অন্ধকারেই অভিনেতার মৃত্যু ।

আরও পড়ুন : সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা : বান্দ্রা পুলিশ স্টেশনে সঞ্জয়লীলা

তবে এই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, এই সত্যতা যাচাই করেনি ETV ভারত ।

এখনও অবধি 35 জনকে ইন্টারোগেট করে পুলিশ । তার মধ্যে অন্যতম সুশান্তের পরিবারের লোকজন, বান্ধবী রিয়া চক্রবর্তী, পরিচালক সঞ্জয়লীলা বনসালীর মতো ব্যক্তিত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.