ETV Bharat / sitara

মুম্বই পুলিশের কোরোনা ক্যাম্পেনে সিদ্দিকি টুইস্ট

মুম্বই পুলিশের কোরোনা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেনে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির টুইস্ট । কীভাবে ?

nawazuddin siddiqui in mumbai police memes
nawazuddin siddiqui in mumbai police memes
author img

By

Published : Oct 6, 2020, 7:05 PM IST

মুম্বই : সাধারাণ মানুষের মনের কাছাকাছি পৌঁছতে অনেক সময়ই ফিল্মি ডায়লগের সাহায্য নিয়ে থাকে মুম্বই পুলিশ । এর আগেও এমন বহু নিদর্শন দেখা গেছে । এবার তাদের কোরোনার সচেতনতামূলক ক্যাম্পেনে এল নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির একটি ফিল্মের সংলাপ ।

সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজ়ের 'সিরিয়াস মেন' । সেখানে তাঁর মুখে শোনা গেছে একটি সংলাপ । 'ফর দ্য সেক অফ সায়েন্স স্যার', অর্থাৎ কিনা বিজ্ঞানের স্বার্থে অনেক কিছুই করতে হয় ।

মুম্বই পুলিশ খুব সুন্দরভাবে এই সংলাপকে কাজে লাগাল । ক্যাপশনে তারা লিখেছেন, "কেন বন্ধু বা সহকর্মীদের সামনে মাস্ক পরতে হবে আমাদের ? খুবই বোকা বোকা ব্যাপার এটি ।" উত্তরে এসেছে নওয়াজ়ের উত্তর, "ফর দ্য সেক অফ সায়েন্স স্যার ।"

nawazuddin siddiqui in mumbai police memes
সৌজন্যে মুম্বই পুলিশের ইনস্টাগ্রাম

তবে এই পোস্টটি করে ট্রোলড হয়েছে মুম্বই পুলিশ । কেউ কেউ এই পোস্টের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তকে জুড়ে দিয়েছেন অপ্রাসঙ্গিকভাবে ।

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি অভিনীত 'সিরিয়াস মেন' মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে এবং দারুণ রিভিউ পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ।

মুম্বই : সাধারাণ মানুষের মনের কাছাকাছি পৌঁছতে অনেক সময়ই ফিল্মি ডায়লগের সাহায্য নিয়ে থাকে মুম্বই পুলিশ । এর আগেও এমন বহু নিদর্শন দেখা গেছে । এবার তাদের কোরোনার সচেতনতামূলক ক্যাম্পেনে এল নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির একটি ফিল্মের সংলাপ ।

সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজ়ের 'সিরিয়াস মেন' । সেখানে তাঁর মুখে শোনা গেছে একটি সংলাপ । 'ফর দ্য সেক অফ সায়েন্স স্যার', অর্থাৎ কিনা বিজ্ঞানের স্বার্থে অনেক কিছুই করতে হয় ।

মুম্বই পুলিশ খুব সুন্দরভাবে এই সংলাপকে কাজে লাগাল । ক্যাপশনে তারা লিখেছেন, "কেন বন্ধু বা সহকর্মীদের সামনে মাস্ক পরতে হবে আমাদের ? খুবই বোকা বোকা ব্যাপার এটি ।" উত্তরে এসেছে নওয়াজ়ের উত্তর, "ফর দ্য সেক অফ সায়েন্স স্যার ।"

nawazuddin siddiqui in mumbai police memes
সৌজন্যে মুম্বই পুলিশের ইনস্টাগ্রাম

তবে এই পোস্টটি করে ট্রোলড হয়েছে মুম্বই পুলিশ । কেউ কেউ এই পোস্টের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তকে জুড়ে দিয়েছেন অপ্রাসঙ্গিকভাবে ।

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি অভিনীত 'সিরিয়াস মেন' মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে এবং দারুণ রিভিউ পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.