ETV Bharat / sitara

ইরফানকে শ্রদ্ধা জানালেন মুম্বইয়ের শিল্পী

ইরফান খানকে শ্রদ্ধা জানাতে বান্দ্রায় এক বিশাল মুরাল বানালেন শিল্পী রঞ্জিত দহিয়া ।

irrfan khan mural
irrfan khan mural
author img

By

Published : May 4, 2020, 10:59 PM IST

মুম্বই : লকডাউনের ফাঁকা রাস্তা । আর তারই মধ্য় রাস্তার ধারে এক বিশাল মুরাল বানাতে ব্য়স্ত রঞ্জিত দহিয়া । হলুদ-কালোয় মেশানো ইরফান খানের এক বিশালাকার ছবি । প্রিয় অভিনেতাকে এভাবেই শ্রদ্ধা জানালেন রঞ্জিত ।

ANI-কে শিল্পী বলেন, "আমার প্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্য়ুর খবর যখন পেলাম, আমি ওঁকে এভাবেই শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম ।"

ইরফানের চোখ দু'টো তাঁর সম্পদ । এ কথা সবাই জানেন । সংলাপ বলে নয়, ইরফান চোখ দিয়ে অভিনয় করতেন । তাই এই ছবি আঁকার সময়তেও চোখগুলো নিয়ে বেশ চিন্তায় ছিলেন রঞ্জিত ।

বললেন, "ছবি আঁকার সময় আমি চোখগুলোর উপরে খুব ফোকাস করেছিলাম, কারণ ফ্য়ানেরা ওঁর চোখদুটোকে খুব ভালোবাসতেন ।"

তিনদিন ধরে ছবিটি এঁকেছেন রঞ্জিত । এখনও কাজ চলছে ।

মুম্বই : লকডাউনের ফাঁকা রাস্তা । আর তারই মধ্য় রাস্তার ধারে এক বিশাল মুরাল বানাতে ব্য়স্ত রঞ্জিত দহিয়া । হলুদ-কালোয় মেশানো ইরফান খানের এক বিশালাকার ছবি । প্রিয় অভিনেতাকে এভাবেই শ্রদ্ধা জানালেন রঞ্জিত ।

ANI-কে শিল্পী বলেন, "আমার প্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্য়ুর খবর যখন পেলাম, আমি ওঁকে এভাবেই শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম ।"

ইরফানের চোখ দু'টো তাঁর সম্পদ । এ কথা সবাই জানেন । সংলাপ বলে নয়, ইরফান চোখ দিয়ে অভিনয় করতেন । তাই এই ছবি আঁকার সময়তেও চোখগুলো নিয়ে বেশ চিন্তায় ছিলেন রঞ্জিত ।

বললেন, "ছবি আঁকার সময় আমি চোখগুলোর উপরে খুব ফোকাস করেছিলাম, কারণ ফ্য়ানেরা ওঁর চোখদুটোকে খুব ভালোবাসতেন ।"

তিনদিন ধরে ছবিটি এঁকেছেন রঞ্জিত । এখনও কাজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.