মুম্বই : "সোনাক্ষী সিনহার মতো যাদের পুরাণ সম্পর্কে কোনও জ্ঞান নেই, তাদের রামায়ণ বা মহাভারতের মতো ধারাবাহিকগুলো সাহায্য করবে.." কয়েকদিন আগে এই মন্তব্য করেছিলেন মুকেশ খান্না । আর তারপরেই শত্রুঘ্ন সিনহা ফোঁস করে ওঠেন মুকেশের বিরুদ্ধে । প্রশ্ন তোলেন, "মুকেশ কি হিন্দু ধর্মের অভিভাবক ?" উত্তরে কী বললেন মুকেশ ?
B.R.চোপড়ার 'মহাভারত' ধারাবাহিকের ভীষ্ম মুকেশ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "শত্রুজীর সামনে আমার মন্তব্যের ভুল ব্য়াখ্যা করা হয়েছে । আমি ওঁকে অনেকদিন ধরে চিনি আর খুব শ্রদ্ধাও করি । সোনাক্ষীর নামটা আমি উদাহরণ হিসেবে নিয়েছিলাম । ওঁকে টার্গেট বা অসম্মান করতে চাইনি ।"
তবে এই প্রজন্মের অজ্ঞতা দেখে মাঝে মাঝে চমকে ওঠেন মুকেশ । তিনি বললেন, "বর্তমান প্রজন্ম অনেক কিছুই জানে না । এটা দেখে আমি মাঝেমধ্যে চমকে উঠি । আমি কখনই রামায়ণ বা মহাভারতের অভিভাবক নই । তবে এই টিকটকের প্রজন্মকে ইতিহাসটা জানানো আমাদের কর্তব্য ।"
আবারও একবার শত্রুঘ্ন সিনহার কাছে ক্ষমা চেয়ে নেন মুকেশ খান্না । বলেন, "যদি সোনাক্ষীর নাম নেওয়াটা শত্রুজীর খারাপ লেগে থাকে, তাহলে সেটা আমার ভুল । তবে একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত নয় ব্যাপারটা ।"