মুম্বই : অনুষ্কা শর্মার এক দারুণ ছবি তুলে দিয়েছেন তাঁর বাবা । সোশাল মিডিয়ায় আজ সেই ছবি দিয়েই সবাইকে ট্রিট দিলেন অভিনেত্রী । সঙ্গে দিলেন এক মিষ্টি বার্তা ।
ছবিতে গোলাপি সালোয়ার কামিজ পরে সিম্পল সাজে দেখা গেল অনুষ্কাকে । পিছনে লাগানো কাচে দেখা যাচ্ছে আকাশের প্রতিবিম্ব । প্রকৃতির মধ্যে বসা অনুষ্কার চোখমুখে মাতৃত্বের ঝলক ।
তবে ছবির এক কোণায় দেখা গেল পিতৃত্বের ছোঁয়াও । কাচে ধরা পড়ল অনুষ্কার বাবার প্রতিবিম্ব । নিজের শরীরকে বেঁকিয়ে মেয়ের 'পারফেক্ট' ছবিটা তুলছেন তিনি ।
অনুষ্কা লিখেছেন, "চা খাওয়ার সময় বাবা এই পারফেক্ট ক্যান্ডিড ছবিটা তুলে দিয়েছে । বাবা বলেছিল তাঁকে ফ্রেম থেকে বাদ দিয়ে ছবিটা পোস্ট করতে । তবে আমি পারিনি....মেয়ে বলে কথা !"
অনুষ্কার এই মিষ্টি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">