ETV Bharat / sitara

বাবাকে ফ্রেম থেকে বাদ দিতে পারলেন না অনুষ্কা - অনুষ্কা শর্মার খবর

বাবাকে ফ্রেম থেকে বাদ দিতে পারলেন না অনুষ্কা শর্মা । তাই তাঁর 'পারফেক্ট' ছবির একটা কোণে দেখা গেল বাবার অবয়ব ।

Anushka Sharma father in frame
Anushka Sharma father in frame
author img

By

Published : Nov 20, 2020, 8:02 PM IST

মুম্বই : অনুষ্কা শর্মার এক দারুণ ছবি তুলে দিয়েছেন তাঁর বাবা । সোশাল মিডিয়ায় আজ সেই ছবি দিয়েই সবাইকে ট্রিট দিলেন অভিনেত্রী । সঙ্গে দিলেন এক মিষ্টি বার্তা ।

ছবিতে গোলাপি সালোয়ার কামিজ পরে সিম্পল সাজে দেখা গেল অনুষ্কাকে । পিছনে লাগানো কাচে দেখা যাচ্ছে আকাশের প্রতিবিম্ব । প্রকৃতির মধ্যে বসা অনুষ্কার চোখমুখে মাতৃত্বের ঝলক ।

তবে ছবির এক কোণায় দেখা গেল পিতৃত্বের ছোঁয়াও । কাচে ধরা পড়ল অনুষ্কার বাবার প্রতিবিম্ব । নিজের শরীরকে বেঁকিয়ে মেয়ের 'পারফেক্ট' ছবিটা তুলছেন তিনি ।

অনুষ্কা লিখেছেন, "চা খাওয়ার সময় বাবা এই পারফেক্ট ক্যান্ডিড ছবিটা তুলে দিয়েছে । বাবা বলেছিল তাঁকে ফ্রেম থেকে বাদ দিয়ে ছবিটা পোস্ট করতে । তবে আমি পারিনি....মেয়ে বলে কথা !"

অনুষ্কার এই মিষ্টি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

মুম্বই : অনুষ্কা শর্মার এক দারুণ ছবি তুলে দিয়েছেন তাঁর বাবা । সোশাল মিডিয়ায় আজ সেই ছবি দিয়েই সবাইকে ট্রিট দিলেন অভিনেত্রী । সঙ্গে দিলেন এক মিষ্টি বার্তা ।

ছবিতে গোলাপি সালোয়ার কামিজ পরে সিম্পল সাজে দেখা গেল অনুষ্কাকে । পিছনে লাগানো কাচে দেখা যাচ্ছে আকাশের প্রতিবিম্ব । প্রকৃতির মধ্যে বসা অনুষ্কার চোখমুখে মাতৃত্বের ঝলক ।

তবে ছবির এক কোণায় দেখা গেল পিতৃত্বের ছোঁয়াও । কাচে ধরা পড়ল অনুষ্কার বাবার প্রতিবিম্ব । নিজের শরীরকে বেঁকিয়ে মেয়ের 'পারফেক্ট' ছবিটা তুলছেন তিনি ।

অনুষ্কা লিখেছেন, "চা খাওয়ার সময় বাবা এই পারফেক্ট ক্যান্ডিড ছবিটা তুলে দিয়েছে । বাবা বলেছিল তাঁকে ফ্রেম থেকে বাদ দিয়ে ছবিটা পোস্ট করতে । তবে আমি পারিনি....মেয়ে বলে কথা !"

অনুষ্কার এই মিষ্টি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.