ETV Bharat / sitara

এবছর জন্মদিন পালন করবেন না মিঠুন - Mithun on Sushant death

কোরোনা পরিস্থিতি ও সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর কথা মাথায় রেখে এবছর জন্মদিন পালন করবেন না বলে ঠিক করেছেন মিথুন চক্রবর্তী । একথা জানিয়েছেন তাঁর ছেলে নামাশি ।

ো
োে্
author img

By

Published : Jun 16, 2020, 8:37 AM IST

মুম্বই : আজ 68-তে পা দিলেন মিঠুন চক্রবর্তী । তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে জন্মদিন পালন করার কোনও ইচ্ছেই নেই তাঁর । আর একথা জানান তাঁর ছেলে নামাশি ।

বছরের শুরুর দিকেই দেশে থাবা বসিয়েছে কোরোনা । যার জেরে দেশজুড়ে জারি করা হয় লকডাউন । তবে এখন বেশ কিছু জায়গায় শিথিল করা হয়েছে লকডাউন । শুরু হয়েছে আনলকের প্রক্রিয়া । এদিকে প্রায় রোজই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ভালো নেই দেশবাসী । অন্যদিকে আবার রবিবার আত্মঘাতী হন সুশান্ত সিং রাজপুত । তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে । এই সবকিছুকে মাথায় রেখে খারাপ পরিস্থিতির মধ্যে এবছর আর বিশেষ দিনটি পালন করবেন না বলে ঠিক করেছেন মিঠুন ।

এ প্রসঙ্গে তাঁর ছেলে নামাশি বলেন, "কোরোনা পরিস্থিতি ও সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর কথা মাথায় রেখে এবছর জন্মদিন পালন করবেন না বলে ঠিক করেছে বাবা । আমরা সবার কাছে অনুরোধ করছি যে যতটা সম্ভব বাড়িতে থাকুন ও নিরাপদে থাকুন ।"

রবিবার সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ঘনিষ্ঠদের দাবি, কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । ঠিক কী কারণে সুশান্ত আত্মঘাতী হন, তা জানা যায়নি এখনও পর্যন্ত । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

অবসাদ প্রসঙ্গে নামাশি বলেন, "আপনার চারপাশে যে মানুষ রয়েছেন তাঁদের ভালো লাগুক বা না লাগুক, কাউকে কষ্ট দেবেন না । আপনার কথায় যেন কারও মন খারাপ না হয় । ইগোকে দূরে সরিয়ে রাখুন । সবাইকে মন খুলে কথা বলতে দিন । কারণ অবসাদ সবথেকে বড় খুনি । কারণ আমাদের বন্ধু বা পরিবারের সদস্যদের মাথায় কী চলছে, তাঁরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা আমরা কেউই জানতে পারি না, যতক্ষণ না পর্যন্ত তাঁরা মন খুলে কোনও কথা বলছেন । আমরা জীবন রক্ষা করতে পারি শুধুমাত্র মানুষের কথা শুনে ।"

নামাশির আপকামিং ছবির নাম 'ব্যাড বয়'। এই ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখছেন তিনি । সেখানে তাঁর বিপরীতে দেখা যাবে আমরিন কুরেশিকে । 23 মে মুক্তি পায় ছবির পোস্টার ।

মুম্বই : আজ 68-তে পা দিলেন মিঠুন চক্রবর্তী । তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে জন্মদিন পালন করার কোনও ইচ্ছেই নেই তাঁর । আর একথা জানান তাঁর ছেলে নামাশি ।

বছরের শুরুর দিকেই দেশে থাবা বসিয়েছে কোরোনা । যার জেরে দেশজুড়ে জারি করা হয় লকডাউন । তবে এখন বেশ কিছু জায়গায় শিথিল করা হয়েছে লকডাউন । শুরু হয়েছে আনলকের প্রক্রিয়া । এদিকে প্রায় রোজই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ভালো নেই দেশবাসী । অন্যদিকে আবার রবিবার আত্মঘাতী হন সুশান্ত সিং রাজপুত । তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে । এই সবকিছুকে মাথায় রেখে খারাপ পরিস্থিতির মধ্যে এবছর আর বিশেষ দিনটি পালন করবেন না বলে ঠিক করেছেন মিঠুন ।

এ প্রসঙ্গে তাঁর ছেলে নামাশি বলেন, "কোরোনা পরিস্থিতি ও সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর কথা মাথায় রেখে এবছর জন্মদিন পালন করবেন না বলে ঠিক করেছে বাবা । আমরা সবার কাছে অনুরোধ করছি যে যতটা সম্ভব বাড়িতে থাকুন ও নিরাপদে থাকুন ।"

রবিবার সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ঘনিষ্ঠদের দাবি, কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । ঠিক কী কারণে সুশান্ত আত্মঘাতী হন, তা জানা যায়নি এখনও পর্যন্ত । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

অবসাদ প্রসঙ্গে নামাশি বলেন, "আপনার চারপাশে যে মানুষ রয়েছেন তাঁদের ভালো লাগুক বা না লাগুক, কাউকে কষ্ট দেবেন না । আপনার কথায় যেন কারও মন খারাপ না হয় । ইগোকে দূরে সরিয়ে রাখুন । সবাইকে মন খুলে কথা বলতে দিন । কারণ অবসাদ সবথেকে বড় খুনি । কারণ আমাদের বন্ধু বা পরিবারের সদস্যদের মাথায় কী চলছে, তাঁরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা আমরা কেউই জানতে পারি না, যতক্ষণ না পর্যন্ত তাঁরা মন খুলে কোনও কথা বলছেন । আমরা জীবন রক্ষা করতে পারি শুধুমাত্র মানুষের কথা শুনে ।"

নামাশির আপকামিং ছবির নাম 'ব্যাড বয়'। এই ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখছেন তিনি । সেখানে তাঁর বিপরীতে দেখা যাবে আমরিন কুরেশিকে । 23 মে মুক্তি পায় ছবির পোস্টার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.