ETV Bharat / sitara

আজকের 'মিস্টার ভারত' : অক্ষয়-জন-ভিকি - জন আব্রাহাম

এবছর স্বাধীনতা দিবসে মুক্তির জন্য প্রস্তুত অক্ষয় কুমারের 'মিশন মঙ্গল' ও জন আব্রাহামের 'বাটলা হাউস' । গত বছর একই তারিখে অক্ষয়ের 'গোল্ড' ও জনের 'সত্যমেব জয়তে' বক্স-অফিস পাওয়ার জন্য লড়াই করার পর এবছরও 15 অগাস্ট তিরঙ্গা মরসুমে ফের ছাপ পড়বে ফিল্মি রঙের ।

মিস্টার ভারত
author img

By

Published : Aug 15, 2019, 6:08 AM IST

Updated : Aug 15, 2019, 4:52 PM IST

আধুনিক বলিউডে অন্য তারকাদের থেকে বেশি দেশপ্রেমী নায়কের চরিত্রে নিজেদের উপযুক্ত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তৈরি অক্ষয় ও জন । দুই অভিনেতার ফেস-অফ শুধুমাত্র স্বাধীনতা দিবসে বক্স-অফিস দখলের জন্য নয়, বলা যেতে পারে বলিউডের নতুন যুগের উপাধি 'মিস্টার ভারত' খেতাবের জন্য ।

'মিস্টার ভারত' টাইটেল খেতাবের দৌড়ে প্রথমেই রয়েছেন জন ও অক্ষয় । তবে এবছর শুরুর দিকে এই দৌড়ে নিজের নাম লিখিয়েছেন অভিনেতা ভিকি কৌশলও । ভিকিও স্পষ্টভাবে বুঝেছেন যে, 'দেশভক্তি' জনারের কোনও ছবিকে সঠিকভাবে বিবেচনা করা হলে বক্স-অফিসে তার মান অনেক গুণ বেড়ে যায় ।

বলিউডে দেশপ্রেমের মুকুটের জন্য এটি একটি আকর্ষণীয় যুদ্ধ । তবে বলা যেতে পারে অক্ষয় কুমার, জন আব্রাহম ও ভিকি কৌশলের পক্ষে সার্ভাইভ করার ও একসঙ্গে উন্নতি করার জন্য হিন্দি সিনেমা জগৎ অনেক বড় প্ল্যাটফর্ম ।

দেখুন বিশেষ প্যাকেজ

আধুনিক বলিউডে অন্য তারকাদের থেকে বেশি দেশপ্রেমী নায়কের চরিত্রে নিজেদের উপযুক্ত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তৈরি অক্ষয় ও জন । দুই অভিনেতার ফেস-অফ শুধুমাত্র স্বাধীনতা দিবসে বক্স-অফিস দখলের জন্য নয়, বলা যেতে পারে বলিউডের নতুন যুগের উপাধি 'মিস্টার ভারত' খেতাবের জন্য ।

'মিস্টার ভারত' টাইটেল খেতাবের দৌড়ে প্রথমেই রয়েছেন জন ও অক্ষয় । তবে এবছর শুরুর দিকে এই দৌড়ে নিজের নাম লিখিয়েছেন অভিনেতা ভিকি কৌশলও । ভিকিও স্পষ্টভাবে বুঝেছেন যে, 'দেশভক্তি' জনারের কোনও ছবিকে সঠিকভাবে বিবেচনা করা হলে বক্স-অফিসে তার মান অনেক গুণ বেড়ে যায় ।

বলিউডে দেশপ্রেমের মুকুটের জন্য এটি একটি আকর্ষণীয় যুদ্ধ । তবে বলা যেতে পারে অক্ষয় কুমার, জন আব্রাহম ও ভিকি কৌশলের পক্ষে সার্ভাইভ করার ও একসঙ্গে উন্নতি করার জন্য হিন্দি সিনেমা জগৎ অনেক বড় প্ল্যাটফর্ম ।

দেখুন বিশেষ প্যাকেজ
Intro:Body:

আজকের 'মিস্টার ভারত' : অক্ষয়-জন-ভিকি



এবছর স্বাধীনতা দিবসে মুক্তির জন্য প্রস্তুত অক্ষয় কুমারের 'মিশন মঙ্গল' ও জন আব্রাহামের 'বাটলা হাউস' । গত বছর একই তারিখে অক্ষয়ের 'গোল্ড' ও জনের 'সত্যমেব জয়তে' বক্স-অফিস পাওয়ার জন্য লড়াই করার পর এবছরও 15 অগাস্ট তিরঙ্গা মরসুমে ফের ছাপ পড়বে ফিল্মি রঙের ।





আধুনিক বলিউডে অন্য তারকাদের থেকে বেশি দেশপ্রেমী নায়কের চরিত্রে নিজেদের উপযুক্ত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তৈরি অক্ষয় ও জন । দুই অভিনেতার ফেস-অফ শুধুমাত্র স্বাধীনতা দিবসে বক্স-অফিস দখলের জন্য নয়, বলা যেতে পারে বলিউডের নতুন যুগের উপাধি 'মিস্টার ভারত' খেতাবের জন্য ।



'মিস্টার ভারত' টাইটেল খেতাবের দৌড়ে প্রথমেই রয়েছেন জন ও অক্ষয় । তবে এবছর শুরুর দিকে এই দৌড়ে নিজের নাম লিখিয়েছেন অভিনেতা ভিকি কৌশলও । ভিকিও স্পষ্টভাবে বুঝেছেন যে, 'দেশভক্তি' জনারের কোনও ছবিকে সঠিকভাবে বিবেচনা করা হলে বক্স-অফিসে তার মান অনেক গুণ বেড়ে যায় ।



বলিউডে দেশপ্রেমের মুকুটের জন্য এটি একটি আকর্ষণীয় যুদ্ধ । তবে বলা যেতে পারে অক্ষয় কুমার, জন আব্রাহম ও ভিকি কৌশলের পক্ষে সার্ভাইভ করার ও একসঙ্গে উন্নতি করার জন্য হিন্দি সিনেমা জগৎ অনেক বড় প্ল্যাটফর্ম ।



ETV ভারত সিতারা রিপোর্ট ।




Conclusion:
Last Updated : Aug 15, 2019, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.