ETV Bharat / sitara

দামী ব্য়াগের সঙ্গে হাতে হিল নিয়ে ট্রোলড মীরা রাজপুত - bollywood

দামী ব্যাগ। খালি পা। এদিকে হাতে হিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন শাহিদ পত্নী মীরা রাজপুত। এর এই কয়ের মিনিটেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন তিনি।

মীরা রাজপুত
author img

By

Published : Jun 3, 2019, 8:49 AM IST

নয়াদিল্লি : সোশাল মিডিয়ায় ট্রোলড হওয়ার বিষয়টি আর নতুন কিছুই নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রোলড হলেন মীরা রাজপুত।

অন্যান্য তারকাদের মতো শাহিদ কাপুর ও মীরাও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠান শেষে মীরা বাইরে আসেন। ব্র্য়ান্ডেড ব্যাগের সঙ্গে হাতে হিল ছিল তাঁর। আর সেই ছবি সামনে আসতেই ছবিটি ভাইরাল হয়। নেটিজেনরা তাঁকে কথা শোনাতে ছাড়েননি। আবার ট্রোলডও হন তিনি।

কেউ লেখেন, "একটা এক্সট্রা জুতো তো সঙ্গে রাখতেই পারতেন।" আবার দামী ব্য়াগের সঙ্গে জুতোটা নিয়ে যাওয়াতে অনেকেই বলছেন, "দামী ব্যাগের সঙ্গে কেউ হাতে জুতো নেয়!"

যদিও অনেকেই আবার মীরার পাশে দাঁড়িয়েছেন। তাঁরা বলছেন, এটা স্বাভাবিক বিষয়।

নয়াদিল্লি : সোশাল মিডিয়ায় ট্রোলড হওয়ার বিষয়টি আর নতুন কিছুই নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রোলড হলেন মীরা রাজপুত।

অন্যান্য তারকাদের মতো শাহিদ কাপুর ও মীরাও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠান শেষে মীরা বাইরে আসেন। ব্র্য়ান্ডেড ব্যাগের সঙ্গে হাতে হিল ছিল তাঁর। আর সেই ছবি সামনে আসতেই ছবিটি ভাইরাল হয়। নেটিজেনরা তাঁকে কথা শোনাতে ছাড়েননি। আবার ট্রোলডও হন তিনি।

কেউ লেখেন, "একটা এক্সট্রা জুতো তো সঙ্গে রাখতেই পারতেন।" আবার দামী ব্য়াগের সঙ্গে জুতোটা নিয়ে যাওয়াতে অনেকেই বলছেন, "দামী ব্যাগের সঙ্গে কেউ হাতে জুতো নেয়!"

যদিও অনেকেই আবার মীরার পাশে দাঁড়িয়েছেন। তাঁরা বলছেন, এটা স্বাভাবিক বিষয়।

Intro:Body:

দামী ব্য়াগের সঙ্গে হাতে হিল নিয়ে ট্রোলড মীরা রাজপুত



দামী ব্যাগ। খালি পা। এদিকে হাতে হিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন শাহিদ পত্নী মীরা রাজপুত। এর এই কয়ের মিনিটেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন তিনি।



নয়াদিল্লি : সোশাল মিডিয়ায় ট্রোলড হওয়ার বিষয়টি আর নতুন কিছুই নয়। সম্প্রতি  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রোলড হলেন মীরা রাজপুত।



অন্যান্য তারকাদের মতো শাহিদ কাপুর ও মীরাও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠান শেষে মীরা বাইরে আসেন। ব্র্য়ান্ডেড ব্যাগের সঙ্গে হাতে হিল ছিল তাঁর। আর সেই ছবি সামনে আসতেই ছবিটি ভাইরাল হয়। নেটিজেনরা তাঁকে কথা শোনাতে ছাড়েননি। আবার ট্রোলডও হন তিনি।



কেউ লেখেন, "একটা এক্সট্রা জুতো তো সঙ্গে রাখতেই পারতেন।" আবার দামী ব্য়াগের সঙ্গে জুতোটা নিয়ে যাওয়াতে অনেকেই বলছেন, "দামী ব্যাগের সঙ্গে কেউ হাতে জুতো নেয়!"



যদিও অনেকেই আবার মীরার পাশে দাঁড়িয়েছেন। তাঁরা বলছেন, এটা  স্বাভাবিক বিষয়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.