ETV Bharat / sitara

কোরোনা আক্রান্ত মনোজ - মনোজ বাজপেয়ির খবর

শুটিং করতে গিয়ে কোরোনায় আক্রান্ত হলেন মনোজ বাজপেয়ি । অফিশিয়ালি এই খবর জানানো হল অভিনেতার টিমের তরফ থেকে ।

Manoj Bajpayee corona effected
Manoj Bajpayee corona effected
author img

By

Published : Mar 12, 2021, 2:45 PM IST

মুম্বই : কোরোনার দাপট কিছুটা কমলেও তার অস্তিত্ব মোছেনি । এখন আবার একটু একটু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই অবস্থায় ইন্ডাস্ট্রি থেকেও দুঃসংবাদ আসছে । জানা গেল কোরোনা আক্রান্ত মনোজ বাজপেয়ি ।

'ডেসপ্যাচ' নামে একটি ওটিটি ফিল্মের শুট করছিলেন মনোজ । কয়েকদিন আগে এই ছবির পরিচালক কানু বহল কোরোনায় আক্রান্ত হন । আর তারপরেই মনোজের কোভিড পরীক্ষা করানো হয় এবং তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

মনোজের টিমের তরফ থেকে জানানো হয়েছে,'কিছুদিনের জন্য ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে । তবে কয়েকমাসের মধ্যেই সবাই সুস্থ হয়ে যাবেন আশা করা যায় । আপাতত নিজের বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন মনোজ । চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা ।'

কয়েকদিন আগে সঞ্জয়লীলা বনসালি এবং রণবীর কাপুর কোরোনায় আক্রান্ত হয়েছেন । এবার মনোজের খবর । এদিকে দেশজুড়ে কোভিড ভ্যাক্সিন ড্রাইভও শুরু হয়ে গেছে জোরকদমে । তাই কোরোনায় আক্রান্ত হলেও সেই নিয়ে মানুষের চাপ কমেছে অনেকটা ।

মুম্বই : কোরোনার দাপট কিছুটা কমলেও তার অস্তিত্ব মোছেনি । এখন আবার একটু একটু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই অবস্থায় ইন্ডাস্ট্রি থেকেও দুঃসংবাদ আসছে । জানা গেল কোরোনা আক্রান্ত মনোজ বাজপেয়ি ।

'ডেসপ্যাচ' নামে একটি ওটিটি ফিল্মের শুট করছিলেন মনোজ । কয়েকদিন আগে এই ছবির পরিচালক কানু বহল কোরোনায় আক্রান্ত হন । আর তারপরেই মনোজের কোভিড পরীক্ষা করানো হয় এবং তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

মনোজের টিমের তরফ থেকে জানানো হয়েছে,'কিছুদিনের জন্য ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে । তবে কয়েকমাসের মধ্যেই সবাই সুস্থ হয়ে যাবেন আশা করা যায় । আপাতত নিজের বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন মনোজ । চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা ।'

কয়েকদিন আগে সঞ্জয়লীলা বনসালি এবং রণবীর কাপুর কোরোনায় আক্রান্ত হয়েছেন । এবার মনোজের খবর । এদিকে দেশজুড়ে কোভিড ভ্যাক্সিন ড্রাইভও শুরু হয়ে গেছে জোরকদমে । তাই কোরোনায় আক্রান্ত হলেও সেই নিয়ে মানুষের চাপ কমেছে অনেকটা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.