ETV Bharat / sitara

"এই ইন্ডাস্ট্রি অনেক প্রতিভাকে নষ্ট করেছে", নেপোটিজ়ম নিয়ে ক্ষুব্ধ মনোজ - মনোজ বাজপেয়িয়ের খবর

ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ অভিনেতা মনোজ বাজপেয়ি । তাঁর অভিনয় দক্ষতা নিয়ে চরম নিন্দুকও কোনও প্রশ্ন তুলতে পারবেন না । সেই মনোজ কথা বললেন ইন্ডাস্ট্রির নেপোটিজ়ম নিয়ে । বললেন, "এই ইন্ডাস্ট্রি অনেক প্রতিভাকে নষ্ট করেছে" ।

Manoj Bajpayee on nepotism
Manoj Bajpayee on nepotism
author img

By

Published : Jun 24, 2020, 10:47 PM IST

মুম্বই : নেপোটিজ়ম, ফেবরেটিজ়িম নিয়ে সরগরম ফিল্ম ইন্ডাস্ট্রি । কমবেশি সব তারকাই এই প্রসঙ্গে নিজেদের বক্তব্য রেখেছেন । বাদ পড়লেন না পদ্মশ্রী বিজেতা মনোজ বাজপেয়ি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি তাঁর মতপ্রকাশ করলেন ।

অভিনেতা বললেন, "এই দুনিয়াটা খুব একটা নিরপেক্ষ নয় । আমি 20 বছর ধরে বলে যাচ্ছি যে, একটা ইন্ডাস্ট্রি হিসেবে আমরা শুধু মধ্যমানকে প্রোমোট করেছি । কোথাও তো কিছু একটা খামতি থেকে যাচ্ছে, আমাদের ভাবনাচিন্তা বা বিচারবোধে ।"

Manoj Bajpayee on nepotism
.

বলে চলেন মনোজ, "এই ইন্ডাস্ট্রি অনেক প্রতিভাকে নষ্ট করেছে । এই দেশে এমন অনেক অভিনেতা আছেন, যাঁরা বিদেশে সেরা অভিনেতার পুরস্কার পেতেন । কিন্তু আমাদের কিছু এসে যায় না ।"

ইন্ডাস্টিকে দোষারোপ না করেই তিনি বললেন. "তোমার যদি প্রতিভা না থাকে, তাহলে তোমায় খুব লাকি হতে হবে । এটাই এখন সিস্টেম হয়ে গেছে । আমি কাউকে দোষারোপ করছি না । কারণ আমি নিজেই এই ইন্ডাস্ট্রির অংশ । তবে নিজেদের সংশোধন না করলে মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হবে আমাদের ইন্ডাস্ট্রি ।"

Manoj Bajpayee on nepotism
.

মনের জোর আছে আর "অন্য মায়ের সন্তান" বলেই মনোজ এতদিন এই ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন, অভিনেতা নিজেই জানালেন এই কথা । খুব একটা ভুল বলেছেন কি ? উত্তর খুঁজছে সবাই ।

মুম্বই : নেপোটিজ়ম, ফেবরেটিজ়িম নিয়ে সরগরম ফিল্ম ইন্ডাস্ট্রি । কমবেশি সব তারকাই এই প্রসঙ্গে নিজেদের বক্তব্য রেখেছেন । বাদ পড়লেন না পদ্মশ্রী বিজেতা মনোজ বাজপেয়ি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি তাঁর মতপ্রকাশ করলেন ।

অভিনেতা বললেন, "এই দুনিয়াটা খুব একটা নিরপেক্ষ নয় । আমি 20 বছর ধরে বলে যাচ্ছি যে, একটা ইন্ডাস্ট্রি হিসেবে আমরা শুধু মধ্যমানকে প্রোমোট করেছি । কোথাও তো কিছু একটা খামতি থেকে যাচ্ছে, আমাদের ভাবনাচিন্তা বা বিচারবোধে ।"

Manoj Bajpayee on nepotism
.

বলে চলেন মনোজ, "এই ইন্ডাস্ট্রি অনেক প্রতিভাকে নষ্ট করেছে । এই দেশে এমন অনেক অভিনেতা আছেন, যাঁরা বিদেশে সেরা অভিনেতার পুরস্কার পেতেন । কিন্তু আমাদের কিছু এসে যায় না ।"

ইন্ডাস্টিকে দোষারোপ না করেই তিনি বললেন. "তোমার যদি প্রতিভা না থাকে, তাহলে তোমায় খুব লাকি হতে হবে । এটাই এখন সিস্টেম হয়ে গেছে । আমি কাউকে দোষারোপ করছি না । কারণ আমি নিজেই এই ইন্ডাস্ট্রির অংশ । তবে নিজেদের সংশোধন না করলে মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হবে আমাদের ইন্ডাস্ট্রি ।"

Manoj Bajpayee on nepotism
.

মনের জোর আছে আর "অন্য মায়ের সন্তান" বলেই মনোজ এতদিন এই ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন, অভিনেতা নিজেই জানালেন এই কথা । খুব একটা ভুল বলেছেন কি ? উত্তর খুঁজছে সবাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.