ETV Bharat / sitara

মনোজের ফলোয়ারের সংখ্যা ছুঁল এক মিলিয়ন - মনোজ বাজপেয়িয়ের খবর

মনোজ বাজপেয়িয়ের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছুঁল এক মিলিয়ন ।

manoj bajpayee instagram follower
manoj bajpayee instagram follower
author img

By

Published : Jun 18, 2020, 7:25 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন অভিনেতা মনোজ বাজপেয়ি । তবে তাঁর অনুরাগীর সংখ্যা তো কম নয় । ইনস্টাগ্রামে মনোজের ফলোয়ার সংখ্যা ছুঁল এক মিলিয়ন ।

অভিনেতা নিজেই এই খবর শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । নিজের সাদা-কালো ছবি শেয়ার করে তার উপর তিনি লিখেছেন, "আমরা এখন এক মিলিয়ন । এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ ।"

দু'টো জাতীয় পুরস্কারের বিজেতা মনোজ । 2019 সালে জিতেছেন পদ্মশ্রী পুরস্কারও । 'সত্য', 'শূল', 'পিঞ্জর', 'আলিগড়'-সহ আরও অসংখ্য ছবিতে তাক লাগিয়ে দেওয়া অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মনোজ ।

manoj bajpayee instagram follower
.

তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'মিসেস সিরিয়াল কিলার' । লকডাউনের মাঝেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি । তবে সমালোচক বা দর্শক কাউকেই মুগ্ধ করতে পারেনি ছবিটি । তবে মনোজের অভিনয় সবাই পছন্দ করেছেন ।

মুম্বই : সোশাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন অভিনেতা মনোজ বাজপেয়ি । তবে তাঁর অনুরাগীর সংখ্যা তো কম নয় । ইনস্টাগ্রামে মনোজের ফলোয়ার সংখ্যা ছুঁল এক মিলিয়ন ।

অভিনেতা নিজেই এই খবর শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । নিজের সাদা-কালো ছবি শেয়ার করে তার উপর তিনি লিখেছেন, "আমরা এখন এক মিলিয়ন । এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ ।"

দু'টো জাতীয় পুরস্কারের বিজেতা মনোজ । 2019 সালে জিতেছেন পদ্মশ্রী পুরস্কারও । 'সত্য', 'শূল', 'পিঞ্জর', 'আলিগড়'-সহ আরও অসংখ্য ছবিতে তাক লাগিয়ে দেওয়া অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মনোজ ।

manoj bajpayee instagram follower
.

তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'মিসেস সিরিয়াল কিলার' । লকডাউনের মাঝেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি । তবে সমালোচক বা দর্শক কাউকেই মুগ্ধ করতে পারেনি ছবিটি । তবে মনোজের অভিনয় সবাই পছন্দ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.