ETV Bharat / sitara

দত্তক নেওয়া মেয়ের প্রথম হেয়ারকাট, আবেগপ্রবণ মন্দিরা - মন্দিরা বেদির খবর

কয়েক মাস হল তারা নামে একটি ছোট্ট মেয়েকে দত্তক নিয়েছেন মন্দিরা বেদি । তারাকে একটা সুস্থ জীবন দিচ্ছেন মন্দিরা আর তাঁর পরিবার । চুল কেটে তার ভোল বদলে দিলেন অভিনেত্রী ।

Mandira bedi adopted daughter
Mandira bedi adopted daughter
author img

By

Published : Jan 30, 2021, 7:34 PM IST

মুম্বই : চুল কাটার পর চেনার উপায় নেই তারা বেদি কৌশলকে । তারা, মন্দিরা বেদি এবং রাজ কৌশলের দত্তক নেওয়া মেয়ে । যদিও তারাকে নিজের পেটের সন্তান বীরের থেকে কোনও অংশে আলাদা করতে চান না মন্দিরা ।

এতদিন তারাকে দু'পাশে চুল বেঁধে দেখা গেছে । এবার তাকে নতুন হেয়ারকাট দিলেন মন্দিরা । এক ধাক্কায় অনেকটা বদলে গেল ছোট্টো মেয়েটার লুক ।

চুট কাটার ভিডিয়ো শেয়ার করে মন্দিরা লিখেছেন, "এই প্রথমবার আমার ছোটো মেয়েটা এই ট্রিটটা পেল । ওর সঙ্গে আমিও খুব অবাক হয়ে গেছি ।" দেখে নিন ভিডিয়ো...

2020 সালের 28 জুলাই তারাকে দত্তক নিয়েছেন দম্পতি । লকডাউনে অনেক খারাপ খবরের মধ্যেও এই খবরে মন ভালো হয়ে গেছিল নেটিজেনদের ।

মুম্বই : চুল কাটার পর চেনার উপায় নেই তারা বেদি কৌশলকে । তারা, মন্দিরা বেদি এবং রাজ কৌশলের দত্তক নেওয়া মেয়ে । যদিও তারাকে নিজের পেটের সন্তান বীরের থেকে কোনও অংশে আলাদা করতে চান না মন্দিরা ।

এতদিন তারাকে দু'পাশে চুল বেঁধে দেখা গেছে । এবার তাকে নতুন হেয়ারকাট দিলেন মন্দিরা । এক ধাক্কায় অনেকটা বদলে গেল ছোট্টো মেয়েটার লুক ।

চুট কাটার ভিডিয়ো শেয়ার করে মন্দিরা লিখেছেন, "এই প্রথমবার আমার ছোটো মেয়েটা এই ট্রিটটা পেল । ওর সঙ্গে আমিও খুব অবাক হয়ে গেছি ।" দেখে নিন ভিডিয়ো...

2020 সালের 28 জুলাই তারাকে দত্তক নিয়েছেন দম্পতি । লকডাউনে অনেক খারাপ খবরের মধ্যেও এই খবরে মন ভালো হয়ে গেছিল নেটিজেনদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.