মুম্বই : প্রায় 20 বছরের সম্পর্কে ইতি টেনে 2017 সালের 11 মে বিবাহবিচ্ছেদের পথ বেছে নেন আরবাজ় খান ও মালাইকা আরোরা । যে খবর শুনে বিস্মিত হয়েছিল তাঁদের অনুরাগীরাই, সেই খবর যে তাঁদের পরিবারের জন্য়ও খুব একটা প্রত্যাশিত হবে না সে আর নতুন কী ? সময়টা মনে করলেন মালাইকা ।
করিনা কাপুরের সঙ্গে একটি চ্যাট শোয়ে এসে মালাইকা বলেন, "ডিভোর্সের কথা শুনে সবার প্রথম প্রতিক্রিয়াটা নেগেটিভই আসে, সবাই বলে যে, "কোরো না" । কেউ তোমায় বলবে না যে, "হ্যাঁ হ্যাঁ নিজের সিদ্ধান্তে এগিয়ে যাও" ।" মালাইকার নিজের ক্ষেত্রেও সেটাই হয়েছিল ।
তিনি বললেন, "ডিভোর্সের আগের দিন রাতেও সবাই আমায় ঘিরে বসে প্রশ্ন করেছিল, "তুমি নিশ্চিত তো ? তুমি 100 শতাংশ শিওর তো ?" পুরো সময়টা আমি এটাই শুনে গেছিলাম । আর সেটাই স্বাভাবিক, কারণ সবাই আমার ভালোটাই চায় আর সেই জায়গা থেকেই তাঁরা এই প্রশ্ন করছিল বারবার ।"
তবে নিজেদের সিদ্ধান্তে অটল থেকে এগিয়ে গেছেন মালাইকা-আরবাজ় । মালাইকা তো বটেই, আরবাজ়ও বিভিন্ন সময়ে স্বীকার করেছেন যে, ডিভোর্সটা জরুরী ছিল । অন্তত তাঁদের সন্তান আরহানকে একটা সুস্থ পরিবেশে বড় করার জন্য প্রয়োজন ছিল ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আপাতত আরবাজ়ের সঙ্গে জর্জিয়া আন্দ্রিয়ানির একটা সম্পর্ক রয়েছেন । বিভিন্ন ইভেন্টে এমনকি পারিবারিক অনুষ্ঠানেও জর্জিয়াকে দেখা গেছে আরবাজ়ের সঙ্গে । অন্য়দিকে মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্কের গুঞ্জন বি-টাউনের চারিদিকে । যদিও কেউই এখনও অফিশিয়ালি স্বীকার করেননি তাঁদের সম্পর্কের কথা । তবে ডিভোর্সের সেই যন্ত্রণাদায়ক ফেজ়টা পেরিয়ে এসেছেন দু'জনেই তা বেশ স্পষ্ট ।