ETV Bharat / sitara

মালাইকার স্কিনকেয়ার টিপ.. - মালাইকা আরোরার খবর

মালাইকা আরোরার স্কিন খুবই সেনসিটিভ । তাই খুব সচেতন থাকতে হয় অভিনেত্রীকে । তবে নিজের স্কিনকেয়ার টিপ নেটিজেনদের সঙ্গেও শেয়ার করলেন তিনি ।

Malaika Arora social media
Malaika Arora social media
author img

By

Published : Aug 3, 2020, 7:04 AM IST

মুম্বই : কারও তেল চপচপে স্কিন তো কারও ড্রাই, কারও স্কিনে অ্যাকনের দাগ তো কারও স্কিন ব়্যাশে ভরতি । এক একজনের এক একরকমের সমস্যা । কিন্তু, সব সমস্যার একটা কমন সমাধান আছে, যে কোনও ধরনের স্কিন টাইপের জন্যই সেটা প্রযোজ্য । দেখালেন মালাইকা ।

মালাইকার বাড়িতে একটা ছোটো বাগান আছে । সেখানে অনেক গাছের মধ্যে অন্যতম অ্যালোভেরা ট্রি । অ্যালোভেরা জেলের গুণাগুণ সম্পর্কে আমরা ওয়াকিবহাল । ত্বক ঠাণ্ডা করতে, নরম করতে, স্বাস্থ্যকর করে তুলতে এই জেলের কোনও বিকল্প নেই ।

তাই অ্যালোভেরা গাছের পাতা কেটে সেখান থেকে সেই জেল বের করে মুখে মাখলেন মালাইকা । আর সবাইকে মাখার উপদেশও দিলেন তিনি । বেশি কিছু নয়, অ্যালোভেরা জেলটা কিছুক্ষণ মেখে জল দিয়ে তুলে ফেলতে হবে...ব্যাস তাহলেই সব মুশকিল আসান ।

দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

কয়েকদিন আগে মালাইকা শেয়ার করেছিলেন একটি হেলথি ড্রিঙ্কের কথা, প্রতিদিন সকালে যেটা পান করেই বাকি কাজ শুরু করেন অভিনেত্রী ।

মুম্বই : কারও তেল চপচপে স্কিন তো কারও ড্রাই, কারও স্কিনে অ্যাকনের দাগ তো কারও স্কিন ব়্যাশে ভরতি । এক একজনের এক একরকমের সমস্যা । কিন্তু, সব সমস্যার একটা কমন সমাধান আছে, যে কোনও ধরনের স্কিন টাইপের জন্যই সেটা প্রযোজ্য । দেখালেন মালাইকা ।

মালাইকার বাড়িতে একটা ছোটো বাগান আছে । সেখানে অনেক গাছের মধ্যে অন্যতম অ্যালোভেরা ট্রি । অ্যালোভেরা জেলের গুণাগুণ সম্পর্কে আমরা ওয়াকিবহাল । ত্বক ঠাণ্ডা করতে, নরম করতে, স্বাস্থ্যকর করে তুলতে এই জেলের কোনও বিকল্প নেই ।

তাই অ্যালোভেরা গাছের পাতা কেটে সেখান থেকে সেই জেল বের করে মুখে মাখলেন মালাইকা । আর সবাইকে মাখার উপদেশও দিলেন তিনি । বেশি কিছু নয়, অ্যালোভেরা জেলটা কিছুক্ষণ মেখে জল দিয়ে তুলে ফেলতে হবে...ব্যাস তাহলেই সব মুশকিল আসান ।

দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

কয়েকদিন আগে মালাইকা শেয়ার করেছিলেন একটি হেলথি ড্রিঙ্কের কথা, প্রতিদিন সকালে যেটা পান করেই বাকি কাজ শুরু করেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.