মুম্বই : পরনে কালো সালোয়াড়, কানে অক্সিডাইজ়ের দুল, কালো ফ্রেমের চশমা ও হাতে ঘড়ি । পোশাকের সঙ্গে মানানসই করে বাঁধা রয়েছে চুল । তবে মুখে হাসির কোনও চিহ্ন নেই । যেন কোনও বিষয় নিয়ে বড়ই চিন্তিত রয়েছেন তিনি । আর এভাবেই মুক্তি পেল 'বিগ বুল' ছবিতে ইলিয়ানা ডিক্রুজ়ের ফার্স্টলুক ।
এই ছবি নিয়ে খুবই আনন্দিত অভিনেত্রী । পোস্টারটি সোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, "এই ছবির অংশ হতে পেরে খুবই বালো লাগছে । #দাবিগবুল একটা ক্রাইম ড্রামা । ভারতীয় অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছিল । খুব তাড়াতাড়ি ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে ছবিটি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চন ও অজয় দেবগনকে । ছবিতে ভারতীয় স্টকব্রোকার হরশাদ মেহতার চরিত্রে অভিনয় করবেন অভিষেক । 1990 থেকে 2000 সাল পর্যন্ত ভারতের অর্থনৈতিক বাজারের অবস্থা তুলে ধরা হবে সেখানে । পরিচালনায় কুকি গুলাটি । যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন অজয় দেবগন ও আনন্দ পণ্ডিত ।