ETV Bharat / sitara

ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন মহেশ ভাট, দাবি অভিনেত্রী লুভিয়েনা লোধের - nephew wife Luviena

মহেশ ভাটকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন বলে দাবি করলেন অভিনেত্রী লুভিয়েনা লোধ । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে মহেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ।

asd
asd
author img

By

Published : Oct 23, 2020, 10:23 PM IST

মুম্বই : ফের খবরের শিরোনামে চলে এলেন পরিচালক মহেশ ভাট । এবার তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী লুভিয়েনা লোধ । সম্পর্কে মহেশ ভাটের ভাইপো সুমিত সাবারওয়ালের স্ত্রী তিনি । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে মহেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ।

ভিডিয়োতে লুভিয়েনা বলেন, "মহেশ ভাটের ভাইপো সুমিত সাবারওয়ালের সঙ্গে আমার বিয়ে হয় । কিন্তু তাঁকে আমি ডিভোর্স দিচ্ছি । কারণ আমি জানতে পেরেছি, তিনি স্বপ্না পাব্বি এবং আমাইরা দস্তুরের মতো অভিনেত্রীদের মাদক পাচার করেন । এছাড়া তাঁর ফোনেও একাধিক মহিলার ছবি রয়েছে । যা তিনি পরিচালকদের দেখান । মহেশ ভাট এগুলি সম্পর্কে সব কিছুই জানেন । ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন মহেশ ভাট । গোটা সিস্টেমটাকে তিনি পরিচালনা করেন । তাঁর কথা মতো না চললে তিনি তাঁর জীবন শেষ করে রেখে দেন । এভাবে অনেক মানুষের কাজ কেড়ে নিয়েছেন তিনি । অনেকের জীবনও নষ্ট হয়ে গিয়েছে । আমি মামলা দায়ের করার পর থেকে আমাকেও বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছেন ।" এমনকী, থানায় অভিযোগ জানাতে গেলে কেউ তাঁর অভিযোগ নিতে চাননি বলেও ভিডিয়োতে জানিয়েছেন লুভিয়েনা ।

তিনি আরও বলেন, "আমার বা আমার পরিবারের কাল কিছু হয়ে গেলে তার জন্য দায়ি থাকবেন মহেশ ভাট, মুকেশ ভাট, সুমিত সাবারওয়াল, সাহিল সেহগল ও কুমকুম সেহগল । মানুষের জানা উচিত বন্ধ দরজার পিছনে এঁরা কত মানুষের জীবন নষ্ট করেছেন । মহেশ ভাট খুবই শক্তিশালী এবং প্রভাবশালী একজন ব্যক্তি ।"

মুম্বই : ফের খবরের শিরোনামে চলে এলেন পরিচালক মহেশ ভাট । এবার তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী লুভিয়েনা লোধ । সম্পর্কে মহেশ ভাটের ভাইপো সুমিত সাবারওয়ালের স্ত্রী তিনি । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে মহেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ।

ভিডিয়োতে লুভিয়েনা বলেন, "মহেশ ভাটের ভাইপো সুমিত সাবারওয়ালের সঙ্গে আমার বিয়ে হয় । কিন্তু তাঁকে আমি ডিভোর্স দিচ্ছি । কারণ আমি জানতে পেরেছি, তিনি স্বপ্না পাব্বি এবং আমাইরা দস্তুরের মতো অভিনেত্রীদের মাদক পাচার করেন । এছাড়া তাঁর ফোনেও একাধিক মহিলার ছবি রয়েছে । যা তিনি পরিচালকদের দেখান । মহেশ ভাট এগুলি সম্পর্কে সব কিছুই জানেন । ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন মহেশ ভাট । গোটা সিস্টেমটাকে তিনি পরিচালনা করেন । তাঁর কথা মতো না চললে তিনি তাঁর জীবন শেষ করে রেখে দেন । এভাবে অনেক মানুষের কাজ কেড়ে নিয়েছেন তিনি । অনেকের জীবনও নষ্ট হয়ে গিয়েছে । আমি মামলা দায়ের করার পর থেকে আমাকেও বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছেন ।" এমনকী, থানায় অভিযোগ জানাতে গেলে কেউ তাঁর অভিযোগ নিতে চাননি বলেও ভিডিয়োতে জানিয়েছেন লুভিয়েনা ।

তিনি আরও বলেন, "আমার বা আমার পরিবারের কাল কিছু হয়ে গেলে তার জন্য দায়ি থাকবেন মহেশ ভাট, মুকেশ ভাট, সুমিত সাবারওয়াল, সাহিল সেহগল ও কুমকুম সেহগল । মানুষের জানা উচিত বন্ধ দরজার পিছনে এঁরা কত মানুষের জীবন নষ্ট করেছেন । মহেশ ভাট খুবই শক্তিশালী এবং প্রভাবশালী একজন ব্যক্তি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.