ETV Bharat / sitara

ইরফানকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে নামকরণ হল গ্রামের - ইরফান খানের খবর

ইরফান খানকে শ্রদ্ধা জানাতে মহারাষ্ট্রের একটি গ্রামের বাসিন্দারা নিলেন এক অভিনব উদ্যোগ । গ্রামের নির্দিষ্ট একটি এলাকা তাঁরা ইরফানের নামে নামকরণ করলেন ।

irrfan khan maharashtra village
irrfan khan maharashtra village
author img

By

Published : May 11, 2020, 4:33 PM IST

মুম্বই : মহারাষ্ট্রের ইগতপুরি গ্রামে নেই কোনও সিনেমা হল । কিন্তু, গ্রামের বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে ইরফান খানের সিনেমা দেখেছেন । কীভাবে ? অভিনেতার সিনেমা দেখতে তাঁরা পাড়ি দিতেন 30 কিলোমিটার, নাসিকের সিনেমা হলে সিনেমা দেখার জন্য । তবে কেন গড়ে উঠল এই আত্মিক টান ? কারণ ইরফান বিপদেআপদে সবসময় থেকেছেন গ্রামবাসীদের পাশে ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর । ইগতপুরি গ্রামে কয়েকবছর আগে জমি কিনেছিলেন ইরফান । আর সেই থেকেই গ্রামবাসীদের সঙ্গে সখ্যতা তাঁর । গ্রামের উন্নয়ণে হাত খুলে দান করেছেন অভিনেতা । পরদায় হিরো হয়ে উঠেছেন রিয়েল লাইফ হিরো ।

শোনা যাচ্ছে ইরফান সময় সময় বই, রেনকোট, সোয়েটার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে গ্রামবাসীদের সাহায্য করেছেন । কখন যেন তিনিই গ্রামের অন্যতম হোতা হয়ে উঠেছেন ।

irrfan khan maharashtra village
ছবি সৌজন্যে ইউটিউব

আর সেই কারণেই ইরফানকে শ্রদ্ধা জানাতে গ্রামবাসীদের অভিনব উদ্যোগ । গ্রামের একটি নির্দিষ্ট এলাকা, যেখানে অভিনেতার বাড়ি রয়েছে, তাঁরা সেখানকার নামকরণ করতে চলেছেন ইরফানের নামে ।

29 এপ্রিল মাত্র 53 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইরফান খান । এখনও তাঁর প্রয়াণ মেনে নিতে পারেননি সিনেমাপ্রেমী মানুষরা ।

মুম্বই : মহারাষ্ট্রের ইগতপুরি গ্রামে নেই কোনও সিনেমা হল । কিন্তু, গ্রামের বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে ইরফান খানের সিনেমা দেখেছেন । কীভাবে ? অভিনেতার সিনেমা দেখতে তাঁরা পাড়ি দিতেন 30 কিলোমিটার, নাসিকের সিনেমা হলে সিনেমা দেখার জন্য । তবে কেন গড়ে উঠল এই আত্মিক টান ? কারণ ইরফান বিপদেআপদে সবসময় থেকেছেন গ্রামবাসীদের পাশে ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর । ইগতপুরি গ্রামে কয়েকবছর আগে জমি কিনেছিলেন ইরফান । আর সেই থেকেই গ্রামবাসীদের সঙ্গে সখ্যতা তাঁর । গ্রামের উন্নয়ণে হাত খুলে দান করেছেন অভিনেতা । পরদায় হিরো হয়ে উঠেছেন রিয়েল লাইফ হিরো ।

শোনা যাচ্ছে ইরফান সময় সময় বই, রেনকোট, সোয়েটার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে গ্রামবাসীদের সাহায্য করেছেন । কখন যেন তিনিই গ্রামের অন্যতম হোতা হয়ে উঠেছেন ।

irrfan khan maharashtra village
ছবি সৌজন্যে ইউটিউব

আর সেই কারণেই ইরফানকে শ্রদ্ধা জানাতে গ্রামবাসীদের অভিনব উদ্যোগ । গ্রামের একটি নির্দিষ্ট এলাকা, যেখানে অভিনেতার বাড়ি রয়েছে, তাঁরা সেখানকার নামকরণ করতে চলেছেন ইরফানের নামে ।

29 এপ্রিল মাত্র 53 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইরফান খান । এখনও তাঁর প্রয়াণ মেনে নিতে পারেননি সিনেমাপ্রেমী মানুষরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.