ETV Bharat / sitara

গার্হস্থ্য হিংসায় লকডাউন চাইছেন তারকারা - lockdown

'#লকডাউন অন ডোমেস্টিক ভালোলেন্স' নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে । যেখানে শামিল হয়েছেন মাধুরি দীক্ষিত, বিদ্যা বালন, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, রোহিত শর্মা, করণ জোহর, ফারহান আখতার, রাহুল বোসের মতো তারকারা ।

ে্ি
ে্ি
author img

By

Published : Apr 20, 2020, 9:46 AM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । প্রায় প্রত্যেকেই এখন গৃহবন্দী । ঘণ্টার পর ঘণ্টা সময় কাটছে বাড়িতেই । আর এই সময় বেশ কয়েকটি সমস্যার মতো মাথাচাড়া দিয়ে উঠেছে আরও একটি সামাজিক সমস্যা । অস্বাভাবিক হারে নাকি বেড়ে গিয়েছে গার্হস্থ্য হিংসা । অভিযোগ পেয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন । আর এবার এই গার্হস্থ্য হিংসা নিয়ে সরব হলেন তারাকারা ।

'#লকডাউন অন ডোমেস্টিক ভালোলেন্স' নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে । যেখানে শামিল হয়েছেন মাধুরি দীক্ষিত, বিদ্যা বালন, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, রোহিত শর্মা, করণ জোহর, ফারহান আখতার, রাহুল বোসের মতো তারকারা ।

এই উদ্যোগের অংশ হিসেবে একটি ভিডিয়ো তৈরি করেন তারকারা । ভিডিয়োতে সবাইকে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও লড়াই করতে আবেদন জানিয়েছেন তারকারা । ভিডিয়োতে তাঁরা বলেন, "গার্হস্থ্য হিংসার উপর লকডাউন জারি করা হোক । আপনি যদি গার্হস্থ্য হিংসার শিকার হন তাহলে রিপোর্ট করুন...এটা রুখে দাঁড়ানোর সময় । নীরবতা ভাঙুন । আপনি যদি গার্হস্থ্য হিংসার সাক্ষী হন তাহলেও রিপোর্ট করুন ।"

লকডাউন শুরুর পর থেকেই গার্হস্থ্য হিংসা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অভিযোগ আসতে শুরু করে মহিলা কমিশনের কাছে । মার্চের প্রথম সপ্তাহে যেখানে গার্হস্থ্য হিংসা নিয়ে 116টি অভিযোগ এসেছিল, সেখানে এপ্রিলের (23 মার্চ থেকে 16 এপ্রিল) মাঝামাঝিতে সেই অভিযোগের সংখ্যাটা দাঁড়ায় 587 । এই প্রসঙ্গে NCW প্রধান রেখা শর্মা বলেন, "লকডাউনের পর গার্হস্থ্য হিংসার পরিমাণ দ্বিগুন হয়েছে । সবচেয়ে বেশি অভিযোগ এসেছে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও পঞ্জাব থেকে ।"

মুম্বই : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । প্রায় প্রত্যেকেই এখন গৃহবন্দী । ঘণ্টার পর ঘণ্টা সময় কাটছে বাড়িতেই । আর এই সময় বেশ কয়েকটি সমস্যার মতো মাথাচাড়া দিয়ে উঠেছে আরও একটি সামাজিক সমস্যা । অস্বাভাবিক হারে নাকি বেড়ে গিয়েছে গার্হস্থ্য হিংসা । অভিযোগ পেয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন । আর এবার এই গার্হস্থ্য হিংসা নিয়ে সরব হলেন তারাকারা ।

'#লকডাউন অন ডোমেস্টিক ভালোলেন্স' নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে । যেখানে শামিল হয়েছেন মাধুরি দীক্ষিত, বিদ্যা বালন, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, রোহিত শর্মা, করণ জোহর, ফারহান আখতার, রাহুল বোসের মতো তারকারা ।

এই উদ্যোগের অংশ হিসেবে একটি ভিডিয়ো তৈরি করেন তারকারা । ভিডিয়োতে সবাইকে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও লড়াই করতে আবেদন জানিয়েছেন তারকারা । ভিডিয়োতে তাঁরা বলেন, "গার্হস্থ্য হিংসার উপর লকডাউন জারি করা হোক । আপনি যদি গার্হস্থ্য হিংসার শিকার হন তাহলে রিপোর্ট করুন...এটা রুখে দাঁড়ানোর সময় । নীরবতা ভাঙুন । আপনি যদি গার্হস্থ্য হিংসার সাক্ষী হন তাহলেও রিপোর্ট করুন ।"

লকডাউন শুরুর পর থেকেই গার্হস্থ্য হিংসা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অভিযোগ আসতে শুরু করে মহিলা কমিশনের কাছে । মার্চের প্রথম সপ্তাহে যেখানে গার্হস্থ্য হিংসা নিয়ে 116টি অভিযোগ এসেছিল, সেখানে এপ্রিলের (23 মার্চ থেকে 16 এপ্রিল) মাঝামাঝিতে সেই অভিযোগের সংখ্যাটা দাঁড়ায় 587 । এই প্রসঙ্গে NCW প্রধান রেখা শর্মা বলেন, "লকডাউনের পর গার্হস্থ্য হিংসার পরিমাণ দ্বিগুন হয়েছে । সবচেয়ে বেশি অভিযোগ এসেছে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও পঞ্জাব থেকে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.