ETV Bharat / sitara

লকডাউনে মায়ের থেকে কত্থক শিখছেন ভূমি - ভূমি পেদনেকরের খবর

লকডাউনে মা সুমিত্রা পেদনেকরের থেকে কত্থক শিখছেন ভূমি পেদনেকর । কোয়ারেন্টাইনের সময়টাকে পুরোদমে কাজে লাগাচ্ছেন অভিনেত্রী ।

bhumi pednekar learns kathak from mother
bhumi pednekar learns kathak from mother
author img

By

Published : May 15, 2020, 3:30 PM IST

মুম্বই : কয়েকদিন ধরে মায়ের থেকে মাটি ছাড়া বাগান করতে শিখছিলেন ভূমি । আর এবার কত্থক । কোয়ারেন্টাইনের সময়টাকে পুরোপুরি ব্যবহার করছেন অভিনেত্রী । IANS সূত্রে জানা যাচ্ছে খবরটি ।

অভিনেত্রী জানালেন, "আমার মা একজন ট্রেইনড কত্থক ডান্সার । আমি অনেকধরেই মায়ের থেকে কত্থক শিখতে চাইতাম । এখন প্রতি সন্ধ্য়েবেলায় আমি আর মা এক ঘণ্টা করে কত্থক প্র্যাক্টিস করছি ।"

bhumi pednekar learns kathak from mother
মা সুমিত্রা

কবে শুটিংয়ে ফিরতে পারবেন জানা নেই ভূমির । সেই অনিশ্চয়তা নিয়েও কথা বললেন অভিনেত্রী । বললেন, "আমরা কবে কাজে ফিরতে পারব সেই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে । আর ফিরলেও সেখানে কীভাবে সবকিছু চলবে জানা নেই ।"

তাই বলে নিজের কোয়ারেন্টাইনের সময়টা নষ্ট করছেন না তিনি । নাচ বা বাগান করা তো আছেই, সঙ্গে প্রচুর বই পড়ছেন অভিনেত্রী । বিশেষ করে আবহাওয়া পরিবর্তন নিয়ে তো অনেক কিছু জানতে পারছেন তিনি এই লকডাউনে । এটাই বা কম কিসে?

মুম্বই : কয়েকদিন ধরে মায়ের থেকে মাটি ছাড়া বাগান করতে শিখছিলেন ভূমি । আর এবার কত্থক । কোয়ারেন্টাইনের সময়টাকে পুরোপুরি ব্যবহার করছেন অভিনেত্রী । IANS সূত্রে জানা যাচ্ছে খবরটি ।

অভিনেত্রী জানালেন, "আমার মা একজন ট্রেইনড কত্থক ডান্সার । আমি অনেকধরেই মায়ের থেকে কত্থক শিখতে চাইতাম । এখন প্রতি সন্ধ্য়েবেলায় আমি আর মা এক ঘণ্টা করে কত্থক প্র্যাক্টিস করছি ।"

bhumi pednekar learns kathak from mother
মা সুমিত্রা

কবে শুটিংয়ে ফিরতে পারবেন জানা নেই ভূমির । সেই অনিশ্চয়তা নিয়েও কথা বললেন অভিনেত্রী । বললেন, "আমরা কবে কাজে ফিরতে পারব সেই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে । আর ফিরলেও সেখানে কীভাবে সবকিছু চলবে জানা নেই ।"

তাই বলে নিজের কোয়ারেন্টাইনের সময়টা নষ্ট করছেন না তিনি । নাচ বা বাগান করা তো আছেই, সঙ্গে প্রচুর বই পড়ছেন অভিনেত্রী । বিশেষ করে আবহাওয়া পরিবর্তন নিয়ে তো অনেক কিছু জানতে পারছেন তিনি এই লকডাউনে । এটাই বা কম কিসে?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.