ETV Bharat / sitara

হাসপাতালে PPE দেওয়ায় শেফ বিকাশ খান্নাকে ধন্যবাদ লতার - lata mangeshkar thanks chef vikas khanna

পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে 1 হাজার PPE কিট দিলেন শেফ বিকাশ খান্না । এর জন্য টুইটারে তাঁকে ধন্যবাদ জানান লতা মঙ্গেশকর ।

sdf
df
author img

By

Published : Apr 28, 2020, 8:09 AM IST

মুম্বই : পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে 1 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট দিয়ে সাহায্য করলেন শেফ বিকাশ খান্না । এই অনুদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর ।

টুইটারে লতা লেখেন, "আমাদের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে 1 হাজার PPE কিট দিয়েছেন বিকাশ খান্নাজি । এর জন্য আমাদের মঙ্গেশকর পরিবার ও দীনানাথ মঙ্গেশকর হাসপাতালের তরফে তাঁকে অনেক ধন্যবাদ ।"

  • Namaskaar,
    Michelin Star Chef Shri @TheVikasKhanna ji ne hamare Deenanath Mangeshkar Hospital ko 1000 PPE KITS donate kiye hai. Hum sab Mangeshkar aur hamara Deenanath Mangeshkar Hospital pariwar unke aabhari hain.

    — Lata Mangeshkar (@mangeshkarlata) April 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ । এই পরিস্থিতিতে নিজের সাধ্যমতো এগিয়ে আসছেন অনেকেই । কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন তহবিলে অনুদান দিয়েছেন একাধিক তারকা । গত মাসে মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে 25 লাখ টাকা অনুদান দিয়েছিলেন লতা মঙ্গেশকর । পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য দপ্তর ও বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের হাতে PPE কিটও তুলে দিয়েছেন অনেক তারকাই ।

এর আগে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তুলে দিয়েছিলেন শাহরুখ খান । তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।

  • Many thanks Mr. Shah Rukh Khan for your kind contribution of 25,000 PPE kits. This will go a long way in supporting our fight against COVID19 & protecting our frontline medical care team @iamsrk @MeerFoundation @CMOMaharashtra

    — Rajesh Tope (@rajeshtope11) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর স্বাস্থ্যকর্মীদের 1 হাজার PPE কিট দেন বিদ্যা বালন । এছাড়া জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সাহায্যের জন্য এগিয়ে আসেন অর্জুন রামপালও । হাসপাতাল, চিকিৎসক ও নার্সদের সাহায্যের জন্য PPE কিট দান করেন তিনি । BMC-র হাসপাতালগুলির চিকিৎসক ও নার্সদের PPE কিট সরবরাহের জন্য মেডিক লাইফসায়েন্সেসের সঙ্গে হাত মেলান তিনি । আর এবার এই তালিকায় যুক্ত হলেন শেফ বিকাশ খান্নাও ।

মুম্বই : পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে 1 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট দিয়ে সাহায্য করলেন শেফ বিকাশ খান্না । এই অনুদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর ।

টুইটারে লতা লেখেন, "আমাদের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে 1 হাজার PPE কিট দিয়েছেন বিকাশ খান্নাজি । এর জন্য আমাদের মঙ্গেশকর পরিবার ও দীনানাথ মঙ্গেশকর হাসপাতালের তরফে তাঁকে অনেক ধন্যবাদ ।"

  • Namaskaar,
    Michelin Star Chef Shri @TheVikasKhanna ji ne hamare Deenanath Mangeshkar Hospital ko 1000 PPE KITS donate kiye hai. Hum sab Mangeshkar aur hamara Deenanath Mangeshkar Hospital pariwar unke aabhari hain.

    — Lata Mangeshkar (@mangeshkarlata) April 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ । এই পরিস্থিতিতে নিজের সাধ্যমতো এগিয়ে আসছেন অনেকেই । কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন তহবিলে অনুদান দিয়েছেন একাধিক তারকা । গত মাসে মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে 25 লাখ টাকা অনুদান দিয়েছিলেন লতা মঙ্গেশকর । পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য দপ্তর ও বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের হাতে PPE কিটও তুলে দিয়েছেন অনেক তারকাই ।

এর আগে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তুলে দিয়েছিলেন শাহরুখ খান । তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।

  • Many thanks Mr. Shah Rukh Khan for your kind contribution of 25,000 PPE kits. This will go a long way in supporting our fight against COVID19 & protecting our frontline medical care team @iamsrk @MeerFoundation @CMOMaharashtra

    — Rajesh Tope (@rajeshtope11) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর স্বাস্থ্যকর্মীদের 1 হাজার PPE কিট দেন বিদ্যা বালন । এছাড়া জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সাহায্যের জন্য এগিয়ে আসেন অর্জুন রামপালও । হাসপাতাল, চিকিৎসক ও নার্সদের সাহায্যের জন্য PPE কিট দান করেন তিনি । BMC-র হাসপাতালগুলির চিকিৎসক ও নার্সদের PPE কিট সরবরাহের জন্য মেডিক লাইফসায়েন্সেসের সঙ্গে হাত মেলান তিনি । আর এবার এই তালিকায় যুক্ত হলেন শেফ বিকাশ খান্নাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.