ETV Bharat / sitara

'রাণুদি'-র প্রতি আরও উদার হতে পারতেন লতা মঙ্গেশকর, প্রতিক্রিয়া ভক্তদের

রাণু মণ্ডলের প্রতি লতা মঙ্গেশকরের বক্তব্যকে ভালোভাবে নিলেন না তাঁর ভক্তরা । সোশাল মিডিয়ায় তাঁরা জানালেন যে, লতা মঙ্গেশকর আরও একটু উদার হতে পারতেন ।

রাণুদি
author img

By

Published : Sep 4, 2019, 7:07 PM IST

মুম্বই : রাণু মণ্ডলের প্রতি মেলোডি কুইন লতা মঙ্গেশকরের প্রতিক্রিয়া হতাশ করেছে তাঁর ভক্তদের । তাঁর অনেক ভক্ত ও সোশাল মিডিয়া ইউজ়াররা মনে করেছেন যে, কিংবদন্তি গায়িকা 'রাণুদি'-র প্রতি আরও সদয় হতে পারতেন ।

একজন ভক্ত টুইট করেন, "একজন সুপারস্টার ও খুবই নির্দয় ।"

অন্য একজন ইউজ়ার লেখেন, "বেঁচে থাকার জন্য একজন মহিলা রেলওয়ে প্ল্যাটফর্মে গান গেয়েছিলেন । রাণু মণ্ডলের গলার আওয়াজ SM-র নজরে পড়ে ও সে একজন স্টার হয়ে ওঠেন । লতা জি তাঁর প্রতি আরও উদারহতে পারতেন, তাঁর প্রশংসা ও সাহায্য করতে পারতেন । অনুকরণ করার বক্তব্যটি এড়ানো যেত ।"

লতা মঙ্গেশকরের বক্তব্যের সঙ্গে 'অসম্মতি' প্রকাশ করেছেন একজন । তাঁকে 'একটু কঠোর' বলেও সম্বোধন করেছেন ।

রাণু মণ্ডল গায়ক-পরিচালক হিমেশ রেশমিয়ার পরিচালনায় তিনটি গান রেকর্ড করে ফেলেছেন । রানাঘাট রেলওয়ে প্ল্যাটফর্মে লতা মঙ্গেশকরের 'এক পেয়ার কা নগমা হ্যায়' গাওয়ার ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকেই রাতারাতি সোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন রাণু মণ্ডল ।

মুম্বই : রাণু মণ্ডলের প্রতি মেলোডি কুইন লতা মঙ্গেশকরের প্রতিক্রিয়া হতাশ করেছে তাঁর ভক্তদের । তাঁর অনেক ভক্ত ও সোশাল মিডিয়া ইউজ়াররা মনে করেছেন যে, কিংবদন্তি গায়িকা 'রাণুদি'-র প্রতি আরও সদয় হতে পারতেন ।

একজন ভক্ত টুইট করেন, "একজন সুপারস্টার ও খুবই নির্দয় ।"

অন্য একজন ইউজ়ার লেখেন, "বেঁচে থাকার জন্য একজন মহিলা রেলওয়ে প্ল্যাটফর্মে গান গেয়েছিলেন । রাণু মণ্ডলের গলার আওয়াজ SM-র নজরে পড়ে ও সে একজন স্টার হয়ে ওঠেন । লতা জি তাঁর প্রতি আরও উদারহতে পারতেন, তাঁর প্রশংসা ও সাহায্য করতে পারতেন । অনুকরণ করার বক্তব্যটি এড়ানো যেত ।"

লতা মঙ্গেশকরের বক্তব্যের সঙ্গে 'অসম্মতি' প্রকাশ করেছেন একজন । তাঁকে 'একটু কঠোর' বলেও সম্বোধন করেছেন ।

রাণু মণ্ডল গায়ক-পরিচালক হিমেশ রেশমিয়ার পরিচালনায় তিনটি গান রেকর্ড করে ফেলেছেন । রানাঘাট রেলওয়ে প্ল্যাটফর্মে লতা মঙ্গেশকরের 'এক পেয়ার কা নগমা হ্যায়' গাওয়ার ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকেই রাতারাতি সোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন রাণু মণ্ডল ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.