ETV Bharat / sitara

পুলকিতের সঙ্গে প্রেম করছেন কৃতি - পুলকিত সম্রাট

একটি সংবাদ সংস্থার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলার সময় কৃতি বলেন, "আমরা এই সম্পর্কটা লুকিয়ে রাখতে চাই না । কিন্তু, আমি মনে করি যে আমাদের নিজস্ব একটা পরিসর দেওয়া উচিত । কারণ এটা পারিবারিক বিষয় ।" সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে পুলকিতও জানান, তাঁরা একসঙ্গে খুশির মুহূর্ত কাটাচ্ছেন ।

dgh
author img

By

Published : Nov 24, 2019, 7:18 PM IST

মুম্বই : পুলকিত সম্রাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি খারবান্দা । আর একথা নিজের মুখের স্বীকার করলেন কৃতি । তবে তাঁদের নিজস্ব পরিসর দেওয়ার জন্য অনুরোধও করেছেন তিনি ।

একটি সংবাদ সংস্থার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলার সময় কৃতি বলেন, "আমরা এই সম্পর্কটা লুকিয়ে রাখতে চাই না । কিন্তু, আমি মনে করি যে আমাদের নিজস্ব একটা পরিসর দেওয়া উচিত । কারণ এটা পারিবারিক বিষয় ।" সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে পুলকিতও জানান, তাঁরা একসঙ্গে খুশির মুহূর্ত কাটাচ্ছেন ।

পুলকিত আরও বলেন, "আমি মনে করি ব্যক্তিগত ও পরিবারিক বিষয় পরিবারের মধ্যেই থাকা দরকার । আমাদের পরিবার মিডিয়া ও ক্যামেরার সামনে অভ্যস্ত নয় । তাই তাঁদের অনুভূতির কথা আমরা জানাতে পারি না ।"

পাঁচ মাস ধরে একে অপরে ডেট করছেন কৃতি ও পুলকিত । একবার একটি সাক্ষাৎকারে কৃতি জানিয়েছিলেন ডেট করার কথা স্বীকার করেছিলেন কৃতি । তারপর থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল । তবে সেই গুঞ্জনে কোনও কান দেননি এই তারকা জুটি । কৃতি বলেন, "অভিভাবকদের বিষয়টি আগে না জানিয়ে মিডিয়ার সামনে কোনও মন্তব্য করতে চাইনি আমরা ।"

এর আগে সলমানের পাতানো বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন পুলকিত । 2015 সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের । এরপর 'সানাম রে' ছবিটি করার সময় ইয়ামি গৌতমের সঙ্গেও পুলকিতের একটি সম্পর্ক তৈরি হয় বলে শোনা গিয়েছিল । যদিও তা কোনও পরিণতি পায়নি ।

মুম্বই : পুলকিত সম্রাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি খারবান্দা । আর একথা নিজের মুখের স্বীকার করলেন কৃতি । তবে তাঁদের নিজস্ব পরিসর দেওয়ার জন্য অনুরোধও করেছেন তিনি ।

একটি সংবাদ সংস্থার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলার সময় কৃতি বলেন, "আমরা এই সম্পর্কটা লুকিয়ে রাখতে চাই না । কিন্তু, আমি মনে করি যে আমাদের নিজস্ব একটা পরিসর দেওয়া উচিত । কারণ এটা পারিবারিক বিষয় ।" সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে পুলকিতও জানান, তাঁরা একসঙ্গে খুশির মুহূর্ত কাটাচ্ছেন ।

পুলকিত আরও বলেন, "আমি মনে করি ব্যক্তিগত ও পরিবারিক বিষয় পরিবারের মধ্যেই থাকা দরকার । আমাদের পরিবার মিডিয়া ও ক্যামেরার সামনে অভ্যস্ত নয় । তাই তাঁদের অনুভূতির কথা আমরা জানাতে পারি না ।"

পাঁচ মাস ধরে একে অপরে ডেট করছেন কৃতি ও পুলকিত । একবার একটি সাক্ষাৎকারে কৃতি জানিয়েছিলেন ডেট করার কথা স্বীকার করেছিলেন কৃতি । তারপর থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল । তবে সেই গুঞ্জনে কোনও কান দেননি এই তারকা জুটি । কৃতি বলেন, "অভিভাবকদের বিষয়টি আগে না জানিয়ে মিডিয়ার সামনে কোনও মন্তব্য করতে চাইনি আমরা ।"

এর আগে সলমানের পাতানো বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন পুলকিত । 2015 সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের । এরপর 'সানাম রে' ছবিটি করার সময় ইয়ামি গৌতমের সঙ্গেও পুলকিতের একটি সম্পর্ক তৈরি হয় বলে শোনা গিয়েছিল । যদিও তা কোনও পরিণতি পায়নি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.