ETV Bharat / sitara

দীপিকার হেঁশেলে উঁকি দেবেন নাকি ? - দীপিকা পাড়ুকোনের খবর

কোয়ারেন্টাইনে অনেক কিছুই করছেন দীপিকা পাড়ুকোন । কখনও ত্বকের পরিচর্যা, আবার কখনও ওয়াড্রোব গোছানো । তাঁর এক একটি কাজ এক একটি এপিসোডের মতো আসছে সোশাল মিডিয়ায় । এবারের এপিসোডে অনুরাগীদের হেঁশেলে নিয়ে গেলেন অভিনেত্রী ।

kitchen time for deepika padukone
kitchen time for deepika padukone
author img

By

Published : Mar 30, 2020, 3:43 PM IST

মুম্বই : ওয়ার্কআউট, ত্বকের পরিচর্যা, ফল খাওয়া, ওয়াড্রোব গোছানো...কোয়ারেন্টাইনে বাড়িতে থাকার একটু সুযোগ পেয়ে এমন অনেক কাজই করছেন দীপিকা, যেগুলো এমনি সময়ে করে ওঠা হয় না । পরিচারিকাহীন বাড়িতে পাকা গৃহিনীর মতো সব সামলাচ্ছেন তিনি । সেই তালিকায় নবতম সংযোজন হল হেঁশেল সামলানো ।

এক একটি কাজ এক একটি এপিসোড হিসেবে শেয়ার করছেন দীপিকা । রান্নাঘর গোছানোটা সেই তালিকার 6 নম্বর এপিসোড ।

টেবিলে ছড়ানো বিভিন্ন সামগ্রীর লেবল । তার মধ্যে বেশিরভাগ ডাল, যেমন - লাল চানা ডাল, কালো মুসুর ডাল, মুগের ডাল আরও কত কি । এছাড়াও রয়েছে লঙ্কা গুঁড়ো, চিড়ে, বাসমতী চাল, রাজমা এই সব ।

তবে 'প্রোডাক্টিভিটি ইন দ্য টাইম অফ COVID-19'-এর এই সিজ়নে আরও একটি এপিসোড যোগ করার খুব ইচ্ছে ছিল দীপিকার । সেটি হল বাসন মাজা । কিন্তু, তাঁর আইডিয়া ক্যাটরিনা কাইফ চুরি করে নিয়েছেন বলে মজা করেছেন অভিনেত্রী ।

ফ্যানেরা দেখেছেন ক্য়াটরিনার বাসন মাজার সেই ভিডিয়ো...

মুম্বই : ওয়ার্কআউট, ত্বকের পরিচর্যা, ফল খাওয়া, ওয়াড্রোব গোছানো...কোয়ারেন্টাইনে বাড়িতে থাকার একটু সুযোগ পেয়ে এমন অনেক কাজই করছেন দীপিকা, যেগুলো এমনি সময়ে করে ওঠা হয় না । পরিচারিকাহীন বাড়িতে পাকা গৃহিনীর মতো সব সামলাচ্ছেন তিনি । সেই তালিকায় নবতম সংযোজন হল হেঁশেল সামলানো ।

এক একটি কাজ এক একটি এপিসোড হিসেবে শেয়ার করছেন দীপিকা । রান্নাঘর গোছানোটা সেই তালিকার 6 নম্বর এপিসোড ।

টেবিলে ছড়ানো বিভিন্ন সামগ্রীর লেবল । তার মধ্যে বেশিরভাগ ডাল, যেমন - লাল চানা ডাল, কালো মুসুর ডাল, মুগের ডাল আরও কত কি । এছাড়াও রয়েছে লঙ্কা গুঁড়ো, চিড়ে, বাসমতী চাল, রাজমা এই সব ।

তবে 'প্রোডাক্টিভিটি ইন দ্য টাইম অফ COVID-19'-এর এই সিজ়নে আরও একটি এপিসোড যোগ করার খুব ইচ্ছে ছিল দীপিকার । সেটি হল বাসন মাজা । কিন্তু, তাঁর আইডিয়া ক্যাটরিনা কাইফ চুরি করে নিয়েছেন বলে মজা করেছেন অভিনেত্রী ।

ফ্যানেরা দেখেছেন ক্য়াটরিনার বাসন মাজার সেই ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.