মুম্বই : ছোটো থেকেই কীর্তি কুলহারির কাছে খুবই প্রিয় তাঁর বাবা । ঠিক যেন 'বেস্ট ফ্রেন্ড'। যত আবদার বাবার কাছেই । এমনকী, বাবার জন্যই প্রথম ট্যাটু করেছিলেন তিনি । তাই ফাদার্স ডে-তেও বাবাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী ।
বাবার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি আজ ইনস্টাগ্রামে পোস্ট করেন কীর্তি । সেখানে সালোয়ার পরে বাবার পাশে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "আমার প্রথম ভূমিকা (মেয়ে হিসেবে) আর আমার প্রথম হিরো (আমার বাবা)। ফাদার্স ডে-র অনেক শুভেচ্ছা বাবা ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবি কলেজে যোগ দেওয়ার সময়কার বলে জানিয়েছেন কীর্তি । ছবির ক্যাপশনে বলেন, "সম্ভবত কলেজে ভরতি হওয়ার পরেই তোলা হয় এই ছবি...আমার বয়স তখন 17 হবে । আর অভিনেত্রী হওয়ার কোনও পরিকল্পনাই ছিল না সে সময় ।"
কীর্তির বাবার নাম রাম কুলহারি । এক প্রাক্তন নৌসেনা কম্যান্ডার । শরীরে প্রথমবার বাবার জন্যই ট্যাটু করেছিলেন কীর্তি । তবে তার পিছনেও রয়েছে একটা বড় গল্প । সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "বাবা মিষ্টি খেতে খুবই ভালোবাসে । আর অসুস্থ হওয়া সত্ত্বেও বেশি করে মিষ্টি খেতে শুরু করেছিল । তারপরই আমার স্বামীর বুদ্ধিতে হাতে একটা ট্যাটু বানাই । লিখি, 'হোয়াট ইজ় দা প্রবলেম ইয়ার ?(তোমার সমস্যাটা কি ?)'। এতে ভালোই কাজ হয়েছে ।"
আজকের এই বিশেষ দিনে ছেলেবেলার স্মৃতিচারণাও করেন কীর্তি । বলেন, "আমাকে আর দিদিকে কত্থকে ভরতি করে দিয়েছিল বাবা । স্কুটারে করে রোজ ক্লাসে নিয়ে যেত । আর যতক্ষণ না পর্যন্ত ক্লাস শেষ হয় ততক্ষণ দাঁড়িয়ে থাকত । তারপর ফের স্কুটারে করে বাড়িতে নিয়ে আসত । সেই দিনগুলোর কথা মনে পড়লে খুবই ভালো লাগে ।"
কাজের দিক থেকে 'দা গার্ল অন দা ট্রেন'-এর হিন্দি রিমেকে দেখা যাবে কীর্তিকে । প্রাথমিকভাবে ছবির নাম দেওয়া হয়েছে 'শাদিস্তান'। এছাড়া ওয়েব সিরিজ় 'ফোর মোর শটস প্লিজ়'-এর তৃতীয় সিজ়নের কাজ শুরু করেছেন তিনি ।