মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল । এরপর সাত মাস পর সরকারের অনুমতি পেয়ে একাধিক বিধিনিষেধ মেনে খোলে হলগুলি । তবে হল খুললেও দর্শকদের ভিড় খুব বেশি চোখে পড়ছে না । এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন হল মালিকরা । আর তাই হলে আসার জন্য নেটিজ়েনদের উদ্বুদ্ধ করতে সম্প্রতি হলে গিয়ে সিনেমা দেখেন কীর্তি কুলহারি ।
ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন কীর্তি । সেখানে একটি মাল্টিপ্লেক্সের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে হলের মধ্যে মাস্ক পরতে ভোলেননি তিনি ।
ছবির ক্যাপশনে লেখেন, "থিয়েটারে এলাম, আমি জানি এটা সব জায়গায় সবার কাছেই খুব কঠিন একটা বিষয়...কিন্তু, তাও আমি এখানে যদিও যথেষ্ট সতর্ক রয়েছি । আর এভাবেই আমার ইন্ডাস্ট্রিকে সমর্থন জানাচ্ছি । তার সঙ্গে আরও অনেক মানুষকে সমর্থন করছি...কারণ আমরা সবই কোনও না কোনওভাবে একে অপরের সঙ্গে যুক্ত রয়েছি...আসুন নিজেদের সাধ্য মতো সবাইকে সাহায্য করি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কেটি হোমলেস ও জোশ লুকাস অভিনীত রোম্যান্টিক ড্রামা 'দা সিক্রেট : ডেয়ার টু ড্রিম' ছবিটি দেখার জন্য হলে গিয়েছিলেন কীর্তি । ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি টেনান্ট ।
কাজের দিক থেকে রিভু দাশগুপ্তের 'দা গার্ল অন দা ট্রেন' ছবিতে দেখা যাবে কীর্তিকে । সেখানে পরিণীতি চোপড়া ও অদিতি রাও হায়দারির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও 'ফোর মোর শটস প্লিজ় !'-এর তৃতীয় সিজ়ন রয়েছে কীর্তির হাতে ।