ETV Bharat / sitara

কীভাবে সারাদিন নিজেকে ব্যস্ত রাখছেন ক্যাটরিনা ? - Katrina busy for all day

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন ক্যাটরিনা । কীভাবে এখন নিজেকে ব্যস্ত রাখছেন তারই একটা ঝলক ওই ভিডিয়োতে শেয়ার করলেন অভিনেত্রী ।

ো্
োে্
author img

By

Published : Jul 9, 2020, 6:20 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে ঘরের কেটেছে দিনগুলি । খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হননি কেউই । হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । একই অবস্থা ছিল ক্যাটরিনা কাইফের । এই সময় বোন ইসাবেলার সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় তাঁকে । পাশাপাশি দু'জনকে ঘরের কাজ করতেও দেখা গিয়েছে । আর কীভাবে সেইদিনগুলি কাটিয়েছেন তারই একটা ঝলক ইনস্টাগ্রাম রিলে শেয়ার করলেন অভিনেত্রী ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন ক্যাটরিনা । ভিডিয়োর শুরুতে বোনের সঙ্গে পোজ় দেন তিনি । এরপর ঘর পরিষ্কার থেকে শুরু করে, গান গাওয়া, ঘুমানো ও একে অপরের ঘুমের ব্যাঘাত ঘটাতেও দেখা যায় তাঁদের । লকডাউনের মধ্যে কার্যত এভাবেই প্রতিটা দিন কাটিয়েছেন ক্যাটরিনা । এমনকী, লকডাউন শিথিল হলেও এখনও শুটিং শুরু করেননি অভিনেত্রী । তাই বাড়িতেই কাটছে তাঁর দিন । এখনও এভাবেই প্রতিটা দিন কাটাচ্ছেন বলে ভিডিয়োতে জানান তিনি । আর এই ভিডিয়ো ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে শুট করেন অভিনেত্রী ।

ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "সারাদিন, প্রতিটা দিন । আমার মনে হয় আপনারাও রিলের সঙ্গে এটা করতে পারেন । #ফিল করো রিল করো"।

ক্যাটরিনার পোস্ট

কয়েকদিন আগে কার্ড ও বোর্ড নিয়ে খেলতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে । হাসিমুখে খেলার সময় পোজ়ও দেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "দু'জনে খেলার সবথেকে ভালো বিষয়টা হল তুমি খুব তাড়াতাড়ি জিতে যেতে পারো ।"

লকডাউনের মধ্যে বাড়িতেই দিন কাটিয়েছেন ক্যাটরিনা । আর ওই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করে ফ্যানদের নিজের আপডেট দিতেন । কখনও ঘর পরিষ্কার, কখনও রান্না আবার কখনও বাসন মাজতে দেখা গিয়েছে তাঁকে ।

মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'সূর্যবংশী' ছবিটি । রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

মুম্বই : লকডাউনের মধ্যে ঘরের কেটেছে দিনগুলি । খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হননি কেউই । হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । একই অবস্থা ছিল ক্যাটরিনা কাইফের । এই সময় বোন ইসাবেলার সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় তাঁকে । পাশাপাশি দু'জনকে ঘরের কাজ করতেও দেখা গিয়েছে । আর কীভাবে সেইদিনগুলি কাটিয়েছেন তারই একটা ঝলক ইনস্টাগ্রাম রিলে শেয়ার করলেন অভিনেত্রী ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন ক্যাটরিনা । ভিডিয়োর শুরুতে বোনের সঙ্গে পোজ় দেন তিনি । এরপর ঘর পরিষ্কার থেকে শুরু করে, গান গাওয়া, ঘুমানো ও একে অপরের ঘুমের ব্যাঘাত ঘটাতেও দেখা যায় তাঁদের । লকডাউনের মধ্যে কার্যত এভাবেই প্রতিটা দিন কাটিয়েছেন ক্যাটরিনা । এমনকী, লকডাউন শিথিল হলেও এখনও শুটিং শুরু করেননি অভিনেত্রী । তাই বাড়িতেই কাটছে তাঁর দিন । এখনও এভাবেই প্রতিটা দিন কাটাচ্ছেন বলে ভিডিয়োতে জানান তিনি । আর এই ভিডিয়ো ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে শুট করেন অভিনেত্রী ।

ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "সারাদিন, প্রতিটা দিন । আমার মনে হয় আপনারাও রিলের সঙ্গে এটা করতে পারেন । #ফিল করো রিল করো"।

ক্যাটরিনার পোস্ট

কয়েকদিন আগে কার্ড ও বোর্ড নিয়ে খেলতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে । হাসিমুখে খেলার সময় পোজ়ও দেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "দু'জনে খেলার সবথেকে ভালো বিষয়টা হল তুমি খুব তাড়াতাড়ি জিতে যেতে পারো ।"

লকডাউনের মধ্যে বাড়িতেই দিন কাটিয়েছেন ক্যাটরিনা । আর ওই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করে ফ্যানদের নিজের আপডেট দিতেন । কখনও ঘর পরিষ্কার, কখনও রান্না আবার কখনও বাসন মাজতে দেখা গিয়েছে তাঁকে ।

মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'সূর্যবংশী' ছবিটি । রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.