ETV Bharat / sitara

VicKat Wedding : লাল লেহঙ্গায় সেজে ভিকি'র বধূ হলেন ক্যাট - লাল লেহঙ্গায় সেজে ভিকির বধূ হলেন ক্যাট

ছবিতে দেখা যাচ্ছে লাল লেহঙ্গায় সেজেছেন বধূ ক্যাটরিনা (Vicky Kaushal are officially married) ৷ মাথায় লাল ওড়না ৷ বরের বেশে ভিকিকেও লাগছে বেশ ৷ তাঁর মাথায় রাজকীয় মুকুট ৷

Vicky Katrina Wedding
লাল লেহঙ্গায় সেজে ভিকি'র বধূ হলেন ক্যাট
author img

By

Published : Dec 9, 2021, 7:45 PM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর : সাত জন্মের জন্য একে অপরের সঙ্গে বাঁধা পড়লেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় অবশেষে বিয়ে সম্পন্ন হল ৷ বলিউডের এই দুই তারকা এখন থেকে স্বামী-স্ত্রী ৷ তবে বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে যতই কড়াকড়ি থাক না কেন, প্রকাশ্যে এসেই গেল ভিকি ক্যাটের বিয়ের ছবি ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বারওয়ারার দুর্গের জানালা থেকে ভিকি ক্যাটের বিয়ের ছবি ফাঁস করেছে ৷

ছবিতে দেখা যাচ্ছে লাল লেহঙ্গায় সেজেছেন বধূ ক্যাটরিনা ৷ মাথায় লাল ওড়না ৷ বরের বেশে ভিকিকেও লাগছে বেশ ৷ তাঁর মাথায় রাজকীয় মুকুট ৷ পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি ৷ সূত্রের খবর, আজ দুপুর নাগাদ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে হয়েছে ভিক্যাটের ৷ সাত পাকে ঘুরেছেন দু'জনে ৷ সারাজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন ৷

আরও পড়ুন : VicKat Wedding : ভাইরাল একাধিক ছবি, কনের সাজে ক্যাটকে দেখতে আকুল আমজনতা

এছাড়া সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে ৷ দেখা যাচ্ছে দুর্গের ভেতর আতসবাজিতে রঙিন হয়ে উঠেছে ৷ দুর্গের উপরের তলায় দাঁড়িয়ে বর বধূ ৷ নিচে দাঁড়িয়ে অতিথিরা ৷ এই বিয়ে উপলক্ষে রাজস্থানে উপস্থিত রয়েছেন কবীর খান, অঙ্গদ বেদি, মিনি মাথুর, নেহা ধুপিয়া, গুরদাস মানের মতো বলিউডের সঙ্গে যুক্ত ভিকি ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধুরা ৷

নয়াদিল্লি, 9 ডিসেম্বর : সাত জন্মের জন্য একে অপরের সঙ্গে বাঁধা পড়লেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় অবশেষে বিয়ে সম্পন্ন হল ৷ বলিউডের এই দুই তারকা এখন থেকে স্বামী-স্ত্রী ৷ তবে বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে যতই কড়াকড়ি থাক না কেন, প্রকাশ্যে এসেই গেল ভিকি ক্যাটের বিয়ের ছবি ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বারওয়ারার দুর্গের জানালা থেকে ভিকি ক্যাটের বিয়ের ছবি ফাঁস করেছে ৷

ছবিতে দেখা যাচ্ছে লাল লেহঙ্গায় সেজেছেন বধূ ক্যাটরিনা ৷ মাথায় লাল ওড়না ৷ বরের বেশে ভিকিকেও লাগছে বেশ ৷ তাঁর মাথায় রাজকীয় মুকুট ৷ পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি ৷ সূত্রের খবর, আজ দুপুর নাগাদ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে হয়েছে ভিক্যাটের ৷ সাত পাকে ঘুরেছেন দু'জনে ৷ সারাজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন ৷

আরও পড়ুন : VicKat Wedding : ভাইরাল একাধিক ছবি, কনের সাজে ক্যাটকে দেখতে আকুল আমজনতা

এছাড়া সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে ৷ দেখা যাচ্ছে দুর্গের ভেতর আতসবাজিতে রঙিন হয়ে উঠেছে ৷ দুর্গের উপরের তলায় দাঁড়িয়ে বর বধূ ৷ নিচে দাঁড়িয়ে অতিথিরা ৷ এই বিয়ে উপলক্ষে রাজস্থানে উপস্থিত রয়েছেন কবীর খান, অঙ্গদ বেদি, মিনি মাথুর, নেহা ধুপিয়া, গুরদাস মানের মতো বলিউডের সঙ্গে যুক্ত ভিকি ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধুরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.