মুম্বই : কার্তিক আরিয়ান মানেই একগাল হাসি, একটু দুষ্টুমি, নাচ-গান-হইচই । তবে ক্যারিয়ারের এমন একটা মোড়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, যেখানে নিজের এই 'ফান বয়' ইমেজটা ভাঙা খুব জরুরি অভিনেতা কার্তিকের । সুযোগ করে দিল 'ধামাকা' ।
রাম মাধবনী পরিচালিত 'ধামাকা' সত্য ঘটনা অবলম্বনে তৈরি এক টানটান থ্রিলার । ছবিতে এক জার্নালিস্টের ভূমিকায় কার্তিক । না, 'লুকাছুপি'-তে কার্তিকের জার্নালিস্ট ইমেজের থেকে অনেকটাই আলাদা তাঁর 'ধামাকা' ইমেজ ।
এখানে কার্তিকের চরিত্র অর্জুন পাঠক অনেক বেশি সিরিয়াস, ইনটেন্স এবং কাজের প্রতি নিষ্ঠাবান । মুম্বইয়ে হয়ে যাওয়া একটি সন্ত্রাসবাদী হামলা বদলে দেয় অর্জুনের জীবন । ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পায় সে । যদিও তার জন্য অনেকটা দাম চোকাতে হয় অর্জুনকে ।
'ধামাকা'-র টিজ়ার দেখে গল্প সম্বন্ধে এটুকুই আঁচ পাওয়া গেছে । বাকিটা জানা যাবে ছবি মুক্তির পরে । নেটফ্লিক্সে খুব তাড়াতাড়ি রিলিজ় করবে 'ধামাকা' । তার আগে দেখে নিন টিজ়ার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">