ETV Bharat / sitara

পিছিয়ে গেল ভুল ভুলাইয়া 2 ছবির শুটিং

অভিনেতা কার্তিক আরিয়ানের করোনা রিপোর্ট পজ়িটিভ ৷ তাই পিছিয়ে গেল ছবির শুটিং ৷

latest news of Kartik Aaryan
কার্তিক আরিয়ান, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
author img

By

Published : Mar 23, 2021, 7:15 PM IST

মুম্বই, 23 মার্চ : বলিউড জুড়ে করোনার দাপট ৷ প্রতিদিনই সামনে আসছে একের পর এক করোনা পজ়িটিভের খবর ৷ এবার করোনা পজ়িটিভ হলেন বলিউডের 'সোনু' অর্থাৎ কার্তিক আরিয়ান ৷

" class="align-text-top noRightClick twitterSection" data="

Positive ho gaya 🤦🏽‍♂️ Dua karo 🙏🏽

Posted by Kartik Aaryan on Monday, 22 March 2021
">

Positive ho gaya 🤦🏽‍♂️ Dua karo 🙏🏽

Posted by Kartik Aaryan on Monday, 22 March 2021

মুম্বই, 23 মার্চ : বলিউড জুড়ে করোনার দাপট ৷ প্রতিদিনই সামনে আসছে একের পর এক করোনা পজ়িটিভের খবর ৷ এবার করোনা পজ়িটিভ হলেন বলিউডের 'সোনু' অর্থাৎ কার্তিক আরিয়ান ৷

" class="align-text-top noRightClick twitterSection" data="

Positive ho gaya 🤦🏽‍♂️ Dua karo 🙏🏽

Posted by Kartik Aaryan on Monday, 22 March 2021
">

Positive ho gaya 🤦🏽‍♂️ Dua karo 🙏🏽

Posted by Kartik Aaryan on Monday, 22 March 2021

ভুল ভুলাইয়া 2-র শুটিংয়ে ব্যস্ত থাকাকালীনই রুটিন চেক আপ করেন এই অভিনেতা ৷ আর তখনই তিনি পেলেন এই দুঃসংবাদ ৷ অভিনেতার করোনা রিপোর্ট আসে পজ়িটিভ ৷

সূত্রের খবর,অভিনেতা নাকি কখনই হাত ছাড়া করেন না মাস্ক ও স্যানেটাইজ়ার ৷ তবুও তাঁর রিপোর্ট খারাপ এল এটাই খুব দুঃখের বিষয় ৷ এখন এই অভিনেতা ঘরেই রয়েছেন এবং তাঁর বাড়ির চিকিৎসকই তাঁর ট্রিটমেন্ট করছেন বলে খবর ৷

যেহেতু নায়কের সঙ্গে ওই সময় শুটিংয়ে টাবুও উপস্থিত ছিলেন তাই তাঁকেও আপাতত বাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য বলা হয়েছে ৷ তবে অভিনেত্রীর করোনা রিপোর্ট এখনও সামনে আসেনি ৷

new bollywood movie
বলিউড অভিনেত্রী টাবু, ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া

কিন্তু তার জন্য অবশ্য থেমে থাকবে না ছবির শুটিং ৷ তবে ছবির টিমের বাকি সদস্যদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দুদিন পর আবার শুরু হবে শুটিং ৷ সম্ভবত বুধবার থেকেই ছন্দে ফিরবে শুটিংয়ের সেট ৷ তবে কার্তিক আরিয়ান ও টাবুকে কবে থেকে দেখা যাবে শুটিং ফ্লোরে এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.