ETV Bharat / sitara

আলিয়াকে কী অনুরোধ করতে চান কার্তিক ? - কার্তিক আরিয়ান

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন কার্তিক । সেখানে তাঁর ইনস্টাগ্রাম শো 'কোকি পুছেগা' নিয়ে কিছু প্রশ্ন করা হয় । জিজ্ঞাসা করা হয়, যদি এই শোতে আলিয়া ভাট আসেন তাহলে তাঁকে কী প্রশ্ন করবেন কার্তিক ? এর উত্তরে তিনি বলেন, "আমি আলিয়াকে বলব দয়া করে আমার কথা সঞ্জয় লীলা বনশালিকে গিয়ে বলুন ।"

szdf
sdf
author img

By

Published : Jun 8, 2020, 7:46 PM IST

মুম্বই : 2011 সালে অভিনয় জগতে পা রাখেন কার্তিক আরিয়ান । তারপর থেকে একের পর এক ছবিতে কাজ করে চলেছেন তিনি । লুকস ও অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই অনেকের মন জয় করে নিয়েছেন । তাঁর ফ্যানের সংখ্যাও কিছু কম নয় । যদিও সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবিতে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর । আর সেই ইচ্ছে পূরণের জন্য আলিয়া ভাটের কাছে একটি অনুরোধও করেন তিনি ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন কার্তিক । সেখানে তাঁর ইনস্টাগ্রাম শো 'কোকি পুছেগা' নিয়ে কিছু প্রশ্ন করা হয় । জিজ্ঞাসা করা হয়, যদি এই শোতে আলিয়া ভাট আসেন তাহলে তাঁকে কী প্রশ্ন করবেন কার্তিক ? এর উত্তরে তিনি বলেন, "আমি আলিয়াকে বলব দয়া করে আমার কথা সঞ্জয় লীলা বনশালিকে গিয়ে বলুন ।"

আসলে সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে অভিনয় করবেন আলিয়া । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে । সেখানে একজন গ্যাংস্টার গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি । আন্ডারওয়ার্ল্ড ডনদের মা হিসেবে পরিচিত ছিলেন গাঙ্গুবাই । একাধিক বেআইনি ব্যবসা চালাতেন তিনি । তার মধ্যে দেহ ব্যবসা ছিল প্রধান । তার পাশাপাশি সুপারি কিলার ও ড্রাগ পাচারের ব্যবসা করতেন । এই সব বিষয়ই তুলে ধরা হবে ছবিতে । চলতি বছরের জানুয়ারিতেই মুক্তি পায় ছবিতে আলিয়ার ফার্স্টলুক । কিন্তু, লকডাউনের জেরে পিছিয়ে যায় শুটিং । তবে খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা ।

লকডাউনের মধ্যে বাড়িতেই ছিলেন কার্তিক । শুটিং বন্ধ থাকায় বাড়িতেই পরিবারের সঙ্গেই দিন কাটছিল তাঁর । আর তাছাড়া এই সময়টা ফ্যানদের সঙ্গে সোশাল মিডিয়ায় কথা বলে কাটিয়েছেন তিনি । পাশাপাশি বোনের সঙ্গে বিভিন্ন মজার ভিডিয়োও শুট করে তা পোস্ট করেছিলেন অভিনেতা ।

মুম্বই : 2011 সালে অভিনয় জগতে পা রাখেন কার্তিক আরিয়ান । তারপর থেকে একের পর এক ছবিতে কাজ করে চলেছেন তিনি । লুকস ও অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই অনেকের মন জয় করে নিয়েছেন । তাঁর ফ্যানের সংখ্যাও কিছু কম নয় । যদিও সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবিতে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর । আর সেই ইচ্ছে পূরণের জন্য আলিয়া ভাটের কাছে একটি অনুরোধও করেন তিনি ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন কার্তিক । সেখানে তাঁর ইনস্টাগ্রাম শো 'কোকি পুছেগা' নিয়ে কিছু প্রশ্ন করা হয় । জিজ্ঞাসা করা হয়, যদি এই শোতে আলিয়া ভাট আসেন তাহলে তাঁকে কী প্রশ্ন করবেন কার্তিক ? এর উত্তরে তিনি বলেন, "আমি আলিয়াকে বলব দয়া করে আমার কথা সঞ্জয় লীলা বনশালিকে গিয়ে বলুন ।"

আসলে সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে অভিনয় করবেন আলিয়া । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে । সেখানে একজন গ্যাংস্টার গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি । আন্ডারওয়ার্ল্ড ডনদের মা হিসেবে পরিচিত ছিলেন গাঙ্গুবাই । একাধিক বেআইনি ব্যবসা চালাতেন তিনি । তার মধ্যে দেহ ব্যবসা ছিল প্রধান । তার পাশাপাশি সুপারি কিলার ও ড্রাগ পাচারের ব্যবসা করতেন । এই সব বিষয়ই তুলে ধরা হবে ছবিতে । চলতি বছরের জানুয়ারিতেই মুক্তি পায় ছবিতে আলিয়ার ফার্স্টলুক । কিন্তু, লকডাউনের জেরে পিছিয়ে যায় শুটিং । তবে খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা ।

লকডাউনের মধ্যে বাড়িতেই ছিলেন কার্তিক । শুটিং বন্ধ থাকায় বাড়িতেই পরিবারের সঙ্গেই দিন কাটছিল তাঁর । আর তাছাড়া এই সময়টা ফ্যানদের সঙ্গে সোশাল মিডিয়ায় কথা বলে কাটিয়েছেন তিনি । পাশাপাশি বোনের সঙ্গে বিভিন্ন মজার ভিডিয়োও শুট করে তা পোস্ট করেছিলেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.