মুম্বই : পরনে সুট-প্যান্ট । রেড কার্পেটের উপর দাঁড়িয়ে রয়েছেন । আর ঠিক পিছনেই রয়েছে শার্টার বন্ধ একটি দোকান । সম্প্রতি ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেন কার্তিক আরিয়ান । এই ছবি শেয়ারের মধ্যে দিয়েই ফ্যানদের কোরোনা নিয়ে আরও একবার সতর্ক করলেন তিনি ।
আসলে কোরোনা নিয়ে এর আগেও ফ্যানদের সতর্ক করেছেন কার্তিক আরিয়ান । বেশিরভাগ সময় মজার ছলেই ফ্যানদের এই ভাইরাস নিয়ে সতর্ক করেন তিনি । আর এবারও তার অন্যথা হয়নি । সুট-প্যান্ট পরা এই ছবির ক্যাপশনে লেখেন, "দোকান বন্ধ রয়েছে, কাল আসবেন"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিকে ছবি পোস্টের সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করতে শুরু করেন ফ্যানরা । কেউ লেখেন, "কালও আসবেন না । লকডাউন এখনও শেষ হয়নি ।" কেউ আবার শুধু হাসির ইমোজি দিয়েই ছেড়ে দিয়েছেন । আবার কারও মন ছুঁয়ে গিয়েছে ছবির ক্যাপশন ।
কিছুদিন আগে ফ্যানদের কোরোনা নিয়ে সতর্ক করতে একটি ব়্যাপ গান গেয়েছিলেন কার্তিক । কোরোনা সংক্রমণ ঠেকাতে কী কী করা উচিত নয় সেটাই গানের মাধ্যমে তুলে ধরেন তিনি ।
তবে শুধু আনন্দ করেই নয় । কোরোনা মোকাবিলায় পি এম কেয়ার্স ফান্ডে 1 কোটি টাকা অনুদান দেন তিনি । ওই ফান্ডে সবার আগে অনুদান দিয়েছিলেন অক্ষয় কুমার । 25 কোটি টাকা অনুদান দেন তিনি । তাছাড়া এই ফান্ডে অনুদান দিয়েছেন আরও অনেকেই । শাহরুখ খান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, রাজকুমার রাও, কঙ্গনা রানাওয়াত, অর্জুন কাপুর, কৃতি শ্যানন, ভিকি কৌশল, সইফ আলি খান, করিনা কাপুর, দীপিকা পাডুকোন, রণবীর সিং, দিলজিৎ দোসাঞ্জ সহ আরও অনেকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শেষবার 'লাভ আজ কাল' চবিতে দেখা গিয়েছিল কার্তিককে । সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । এছাড়া 'দোস্তানা 2' ও 'ভুল ভুলাইয়া 2'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।