ETV Bharat / sitara

দ্বিতীয়বারও কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ করিমের - karim morani tests coronavirus positive for the second time

দ্বিতীয়বারও কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এল বলিউড প্রযোজক করিম মোরানির । কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হন । এখন সেখানেই চিকিৎসাধীন তিনি ।

sdf
f
author img

By

Published : Apr 14, 2020, 3:02 PM IST

মুম্বই : দ্বিতীয়বারও কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এল বলিউড প্রযোজক করিম মোরানির । এর আগে 8 এপ্রিল তাঁর কোরোনা পরীক্ষা করা হয়েছিল । বেশ কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হন । এখন সেখানেই চিকিৎসাধীন তিনি ।

গত মাসেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন করিম কন্যা শাজ়া । তার কিছুদিন পরই 15 মার্চ রাজস্থান থেকে ফেরেন তাঁর বোন জ়োয়া । বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা । এর 12 দিনের মাথায় হঠাৎ জ়োয়ার শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাজ়ার । শরীরে কোনও উপসর্গ দেখা না দিলেও রিপোর্টে জানা যায় যে তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তারপরই তড়িঘড়ি তাঁদের দু'জনকে মুম্বইয়ের দুটি হাসপাতালে ভরতি করা হয় ।

এরপর তাঁদের পরিবারের সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল । প্রশাসনের তরফে বাড়িতে এসে রোজই সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল । তার মধ্যেই জানা যায় যে কোরোনায় আক্রান্ত হয়েছে করিম মোরানি । সঙ্গে সঙ্গে নানাবতী হাসপাতালে ভরতি হন তিনি । সেখানেই তিনি চিকিৎসাধীন । হাসপাতালে ভরতি হওয়ার পর তাঁর প্রথম কোরোনা পরীক্ষা হয় 8 এপ্রিল । এরপর গতকাল ফের তাঁর পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে সেই রিপোর্ট ।

এদিকে দ্বিতীয়বার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় করিমকে নিয়ে চিন্তায় রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা । কারণ করিমের বয়স 60 । পাশাপাশি তাঁর হার্টের অবস্থাও খুব একটা ভালো নয় । ইতিমধ্যে দু'বার তাঁর হার্ট অ্যাটাক হয়েছে । এবং হার্টের অস্ত্রোপচারও হয়ে গিয়েছে । তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে সবথেকে বেশি চিন্তিত পরিবারের সদস্যরা ।

ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাঁর দুই মেয়ে শাজ়া ও জ়োয়া । নিয়ম অনুসারে এখন 14দিন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা ।

শাহরুখের সঙ্গে করিমের সম্পর্ক খুবই ভালো । তাঁর বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন তিনি । তার মধ্যে 'রা ওয়ান', 'হ্যাপি নিউ ইয়ার' ও 'চেন্নাই এক্সপ্রেস' অন্যতম ।

মুম্বই : দ্বিতীয়বারও কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এল বলিউড প্রযোজক করিম মোরানির । এর আগে 8 এপ্রিল তাঁর কোরোনা পরীক্ষা করা হয়েছিল । বেশ কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হন । এখন সেখানেই চিকিৎসাধীন তিনি ।

গত মাসেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন করিম কন্যা শাজ়া । তার কিছুদিন পরই 15 মার্চ রাজস্থান থেকে ফেরেন তাঁর বোন জ়োয়া । বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা । এর 12 দিনের মাথায় হঠাৎ জ়োয়ার শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাজ়ার । শরীরে কোনও উপসর্গ দেখা না দিলেও রিপোর্টে জানা যায় যে তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তারপরই তড়িঘড়ি তাঁদের দু'জনকে মুম্বইয়ের দুটি হাসপাতালে ভরতি করা হয় ।

এরপর তাঁদের পরিবারের সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল । প্রশাসনের তরফে বাড়িতে এসে রোজই সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল । তার মধ্যেই জানা যায় যে কোরোনায় আক্রান্ত হয়েছে করিম মোরানি । সঙ্গে সঙ্গে নানাবতী হাসপাতালে ভরতি হন তিনি । সেখানেই তিনি চিকিৎসাধীন । হাসপাতালে ভরতি হওয়ার পর তাঁর প্রথম কোরোনা পরীক্ষা হয় 8 এপ্রিল । এরপর গতকাল ফের তাঁর পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে সেই রিপোর্ট ।

এদিকে দ্বিতীয়বার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় করিমকে নিয়ে চিন্তায় রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা । কারণ করিমের বয়স 60 । পাশাপাশি তাঁর হার্টের অবস্থাও খুব একটা ভালো নয় । ইতিমধ্যে দু'বার তাঁর হার্ট অ্যাটাক হয়েছে । এবং হার্টের অস্ত্রোপচারও হয়ে গিয়েছে । তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে সবথেকে বেশি চিন্তিত পরিবারের সদস্যরা ।

ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাঁর দুই মেয়ে শাজ়া ও জ়োয়া । নিয়ম অনুসারে এখন 14দিন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা ।

শাহরুখের সঙ্গে করিমের সম্পর্ক খুবই ভালো । তাঁর বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন তিনি । তার মধ্যে 'রা ওয়ান', 'হ্যাপি নিউ ইয়ার' ও 'চেন্নাই এক্সপ্রেস' অন্যতম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.