ETV Bharat / sitara

'আংরেজ়ি মিডিয়াম'-এ পুলিশ করিনা, সামনে এল লুক - actress

2017 সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি 'হিন্দি মিডিয়াম'-র সিকুয়েল হিসেবে আসছে 'আংরেজ়ি মিডিয়াম' । ছবিতে অভিনয় করছেন করিনা কাপুর খান ও ইরফান খান । পুলিশের ভূমিকায় রয়েছেন করিনা । সামনে এল তাঁর লুক ।

করিনা কাপুর খান
author img

By

Published : Jul 1, 2019, 9:13 AM IST

Updated : Jul 1, 2019, 3:18 PM IST

মুম্বই : করিনা কাপুর খান তাঁর পরবর্তী সিনেমা 'আংরেজ়ি মিডিয়াম'-র শুটিং শুরু করেছেন । এবার সামনে এল তাঁর লুক ।

ছবিতে করিনাকে একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে । ছবিতে ক্যাজ়ুয়াল পোশাকে দেখা যাবে তাঁকে । মেকআপও রয়েছে কম । আর সঙ্গে কোমরে রয়েছে তাঁর সংস্থার ব্যাজ ।

চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে বেবোর এই লুক শেয়ার করেছেন । শুধু এটাই নয়, গতকাল বলিউডে তাঁর 19 বছর পূর্ণ হল ।

2000 সালে 'রিফিউজি' দিয়ে বলিউডে যাত্রা শুরু করিনার । সেখানে অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা গেছিল তাঁকে । তারপর থেকে দর্শকদের দিয়ে গেছেন একের পর এক হিট ছবি । 'আংরেজ়ি মিডিয়াম'-এ করিনা ছাড়াও রয়েছেন অভিনেতা ইরফান খান । চিকিৎসার জন্য এতদিন বড় পরদা থেকে দূরে ছিলেন ইরফান । ছবিতে ইরফানের মেয়ের ভূমিকায় দেখা যাবে মেয়ের ভূমিকায় ।

ইরফান খান টুইটারে আগেও ছবির সেটের অনেক ছবি দিয়েছেন । ছবিতে তাঁর চরিত্রের নাম চম্পক । যে একজন মিষ্টি দোকানের মালিক । 2017 সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি 'হিন্দি মিডিয়াম'-র সিকুয়েল হতে চলেছে 'আংরেজ়ি মিডিয়াম' । ছবির শুটিং শুরু হয়ে গেছে লন্ডনে ।

মুম্বই : করিনা কাপুর খান তাঁর পরবর্তী সিনেমা 'আংরেজ়ি মিডিয়াম'-র শুটিং শুরু করেছেন । এবার সামনে এল তাঁর লুক ।

ছবিতে করিনাকে একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে । ছবিতে ক্যাজ়ুয়াল পোশাকে দেখা যাবে তাঁকে । মেকআপও রয়েছে কম । আর সঙ্গে কোমরে রয়েছে তাঁর সংস্থার ব্যাজ ।

চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে বেবোর এই লুক শেয়ার করেছেন । শুধু এটাই নয়, গতকাল বলিউডে তাঁর 19 বছর পূর্ণ হল ।

2000 সালে 'রিফিউজি' দিয়ে বলিউডে যাত্রা শুরু করিনার । সেখানে অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা গেছিল তাঁকে । তারপর থেকে দর্শকদের দিয়ে গেছেন একের পর এক হিট ছবি । 'আংরেজ়ি মিডিয়াম'-এ করিনা ছাড়াও রয়েছেন অভিনেতা ইরফান খান । চিকিৎসার জন্য এতদিন বড় পরদা থেকে দূরে ছিলেন ইরফান । ছবিতে ইরফানের মেয়ের ভূমিকায় দেখা যাবে মেয়ের ভূমিকায় ।

ইরফান খান টুইটারে আগেও ছবির সেটের অনেক ছবি দিয়েছেন । ছবিতে তাঁর চরিত্রের নাম চম্পক । যে একজন মিষ্টি দোকানের মালিক । 2017 সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি 'হিন্দি মিডিয়াম'-র সিকুয়েল হতে চলেছে 'আংরেজ়ি মিডিয়াম' । ছবির শুটিং শুরু হয়ে গেছে লন্ডনে ।

Intro:Body:

kareena Kapur Khan


Conclusion:
Last Updated : Jul 1, 2019, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.